আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত
Published: 14th, March 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য ও তাদের বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় আড়াইহাজার-গোপালদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ইসলাম, কনস্টেবল সাইফুল, মোশাররফ, আল আমিন, আজিজুল ও আলামিন এবং গাড়িচালক রিয়াদ।
আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে গুরুতর আহত চার জনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, ৫ আগস্টের পর পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ায় থানায় গাড়ির স্বল্পতার কারণে বাইরে থেকে রিকুইজিশন করা লেগুনা দিয়ে ডিউটি করতে হয় পুলিশ সদস্যদের। রাতে ওই গাড়িতে ছয় জন পুলিশ সদস্য ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে তারা আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল শ সদস য
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’