যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার, অস্ত্র বোমা ও গুলি উদ্ধার: আইএসপিআর
Published: 14th, March 2025 GMT
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসীসহ মোট ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, বোমা, গুলি, মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৭ দিন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬ মার্চ থেকে থেকে ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এসব যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ীসহ মোট ৩৮৩ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার অপরাধীদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি শুটার গান, গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, পাসপোর্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মুঠোফোন, সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম করার জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রদান, উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্য অযাথিত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশটি বেশকিছু মন্তব্য করে। বাংলাদেশ মনে করে দেশটির এসব মন্তব্য অযাচিত এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন মন্তব্য ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন।
আরো পড়ুন:
সৌন্দর্যকে হত্যার অভিযোগে মোহন বাবুর বিরুদ্ধে মামলা, নীরবতা ভাঙলেন অভিনেত্রীর স্বামী
অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর ২১ বছর পর মোহন বাবুর বিরুদ্ধে মামলা
গত ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরে গণতন্ত্রের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা প্রকাশ করে।”
ঢাকা/হাসান/রাসেল