সেনাবাহিনী নেবে কমিশন্ড অফিসার, আবেদন চলছে
Published: 14th, March 2025 GMT
বাংলাদেশ সেনাবাহিনী ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি (পুরুষ/মহিলা) কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতাবাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) কর্তৃক স্বীকৃত এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। নেফ্রোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোমেডিসিন, ইন্টারনাল মেডিসিন, কলোরেক্টাল সার্জন (নারী), কার্ডিয়াক সার্জন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতাপ্রার্থীকে বিবাহিত/অবিবাহিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই তারিখে বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৯ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে।
আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ভিসা বা মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি এবং ১,০০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনপ্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল–আপ লেটার পাওয়া যায়। বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আরও পড়ুনসেনাবাহিনী বিশেষ পেশায় নেবে সৈনিক, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি২২ ফেব্রুয়ারি ২০২৫নির্বাচনপদ্ধতিমৌখিক পরীক্ষা: আগামী ১২ থেকে ১৪ মে ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সঙ্গে বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সব পরীক্ষা সার্টিফিকেট ও মার্কশিটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসসি) পরীক্ষা: অংশগ্রহণের প্রয়োজন নেই।
চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএতে সম্ভাব্য যোগদানের তারিখ ২৬ জুন ২০২৫।
আরও পড়ুনসেনাবাহিনীর ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দেওয়ার সুযোগ০৫ জানুয়ারি ২০২৫প্রশিক্ষণ ও কমিশনবিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ট্রেইনি অফিসার হিসেবে বিএমএতে ১০ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
কমিশন ও পশ্চাৎ প্রবীণতা: কৃতকার্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে মেজর পদে কমিশন লাভ করবেন। বিএমএতে যোগদানের তারিখ থেকে আট বছর পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।
সুযোগ–সুবিধাসরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসাররা বেতন–ভাতা প্রাপ্ত হবেন। কমিশন পাওয়ার পর অফিসাররা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন; নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান পাওয়ার সুযোগ পাবেন; সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসাসুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন; নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
আবেদনের শেষ তারিখ: ৩ মে ২০২৫।
আরও পড়ুনপুলিশ নেবে কনস্টেবল, আবেদন শুরু ৩ মার্চ২৭ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য য গ যত পর ক ষ অফ স র গ রহণ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ, প্রতিটি বৃত্তি ১০ হাজার পাউন্ডের
যুক্তরাজ্যের সম্মানজনক একটি বৃত্তি গ্রেট স্কলারশিপ। এই বৃত্তির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।
আরও পড়ুনবিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আবেদনের প্রস্তুতি ও প্রক্রিয়া কেমন১৭ এপ্রিল ২০২৪যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা—অ্যাস্টন ইউনির্ভাসিটি
ক্র্যানফিল্ড ইউনির্ভাসিটি
কেল ইউনিভার্সিটি
লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি
লাভবার্গ ইউনির্ভাসিটি
রবার্ট গর্ডন ইউনির্ভাসিটি
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
উলস্টার ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব এক্সেইটার
ইউনিভার্সিটি অব প্ল্যামাউথ
ইউনিভার্সিটি অব সারে।
যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতাসহ নানা যোগ্যতা থাকতে হবে গ্রেট স্কলারশিপের আবেদনের জন্য