প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সুদানের বিপক্ষে। কিন্তু নিজেদের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ না খেলেই চলে যায় সুদান ফুটবল দল। তায়েফে ক্যাম্প করা হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুধবার রাতে ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। ক্লোজডোরে হওয়ায় বাফুফে এই ম্যাচের ছবি ও ফলাফল সরবরাহ করেনি। হয়তো স্থানীয় ক্লাবের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলেই ১৭ মার্চ ঢাকা ফিরবে বাংলাদেশ দল। 

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। যে ম্যাচ হলে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন। সেটা যেমন পাচ্ছেন না, তেমনি শিলংয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যাচ খেলার ঘাটতি রয়েই গেল বাংলাদেশের।

এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। এই চার দলের মধ্যে বাংলাদেশই বড় কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ১৯ মার্চ শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২৫ মার্চ মুখোমুখি হবে সিঙ্গাপুর ও হংকং। 

এই ম্যাচের আগে সিঙ্গাপুর খেলবে নেপালের বিপক্ষে এবং ম্যাকাউর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং। কূটনৈতিক দক্ষতা ভালো হলে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য বাফুফে ন্যাশনাল টিমস কমিটি দায় এড়াতে পারে না। কারণ ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ ঠিক করার যথেষ্ট সময় ছিল ফেডারেশনের হাতে। 

গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। ৫ মার্চ সৌদি আরব যায় বাংলাদেশ দল। ১০ মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলায় কম্বিনেশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এই সুযোগ হামজা চৌধুরী না পাওয়ায় ভারত ম্যাচ নিয়ে নানা শঙ্কা দেখছেন ফুটবল-সংশ্লিষ্টরা। 

১৭ মার্চ সিলেটে আসার কথা হামজার। পরদিন ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২০ মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। তাই ঢাকায় দু’দিন এবং শিলংয়ে চার দিন জামাল ভূঁইয়া-তারিক কাজীদের সঙ্গে অনুশীলন করতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। এই স্বল্প প্রস্তুতি আর ম্যাচ খেলতে না পারায় হামজা কতটা মানিয়ে নিতে পারবেন দলের সঙ্গে, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

নিখোঁজের পরদিন শিশুর মুখ ঝলসানো লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে নিখোঁজের এক দিন পর ৭ বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির মুখ ঝলসানো ছিল। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের এক ভুট্টাখেত থেকে পুলিশ বিবস্ত্র লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ করে পরিচয় গোপন রাখার জন্য তার মুখাবয়ব অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা প্রবাসী।

বড়াইগ্রাম থানা ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সারা রাত খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে দিনমজুরেরা মাঠে কাজ করতে গিয়ে বাড়ির থেকে ৩০০ গজ দূরের একটি ভুট্টাখেতে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির লাশ যেখানে পাওয়া গেছে, সেটা পাবনার চাটমোহর উপজেলার মধ্যে। তাই আইন অনুসারে এ বিষয়ে মামলা চাটমোহর থানায় হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা–পুলিশ দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ