ম্যাচ খেলার ঘাটতি রয়েই গেল বাংলাদেশের
Published: 14th, March 2025 GMT
প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সুদানের বিপক্ষে। কিন্তু নিজেদের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ না খেলেই চলে যায় সুদান ফুটবল দল। তায়েফে ক্যাম্প করা হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুধবার রাতে ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। ক্লোজডোরে হওয়ায় বাফুফে এই ম্যাচের ছবি ও ফলাফল সরবরাহ করেনি। হয়তো স্থানীয় ক্লাবের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলেই ১৭ মার্চ ঢাকা ফিরবে বাংলাদেশ দল।
২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। যে ম্যাচ হলে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন। সেটা যেমন পাচ্ছেন না, তেমনি শিলংয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যাচ খেলার ঘাটতি রয়েই গেল বাংলাদেশের।
এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। এই চার দলের মধ্যে বাংলাদেশই বড় কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ১৯ মার্চ শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২৫ মার্চ মুখোমুখি হবে সিঙ্গাপুর ও হংকং।
এই ম্যাচের আগে সিঙ্গাপুর খেলবে নেপালের বিপক্ষে এবং ম্যাকাউর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং। কূটনৈতিক দক্ষতা ভালো হলে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য বাফুফে ন্যাশনাল টিমস কমিটি দায় এড়াতে পারে না। কারণ ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ ঠিক করার যথেষ্ট সময় ছিল ফেডারেশনের হাতে।
গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। ৫ মার্চ সৌদি আরব যায় বাংলাদেশ দল। ১০ মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলায় কম্বিনেশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এই সুযোগ হামজা চৌধুরী না পাওয়ায় ভারত ম্যাচ নিয়ে নানা শঙ্কা দেখছেন ফুটবল-সংশ্লিষ্টরা।
১৭ মার্চ সিলেটে আসার কথা হামজার। পরদিন ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২০ মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। তাই ঢাকায় দু’দিন এবং শিলংয়ে চার দিন জামাল ভূঁইয়া-তারিক কাজীদের সঙ্গে অনুশীলন করতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। এই স্বল্প প্রস্তুতি আর ম্যাচ খেলতে না পারায় হামজা কতটা মানিয়ে নিতে পারবেন দলের সঙ্গে, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।