ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ
Published: 14th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শুল্ক খেলায় তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের চাপানো শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে, ইইউ ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ায় আরও শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, তিনি অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবেন। আগামী মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা’ শুল্কহার প্রকাশ করবেন। তারা আমাদের দিকে যা ছুড়বে, আমরা তা-ই ফেরত দেব।
বিবিসি লিখেছে, এই হুমকি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আরও তীব্র করেছে। তাতে অর্থনীতি ও ভোক্তার ওপর প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি করেছে, তা বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারকেও নাড়া দিয়েছে। ইইউ বলছে, তারা ২৬ বিলিয়ন ইউরো (২১ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বা ২৮ দশমিক ৩ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর চলমান শুল্ক স্থগিতাদেশ প্রত্যাহার করবে এবং এপ্রিলের মাঝামাঝি নাগাদ নতুন পাল্টা ব্যবস্থার প্রস্তাব দেবে।
এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, আমরা অর্থবহ সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমি বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আরও ভালো সমাধান খুঁজে বের করার দায়িত্ব দিয়েছি।
এদিকে মার্কিন অর্থনীতি পুনর্গঠন যাত্রায় ট্রাম্পের কর্মকাণ্ডকে খামখেয়ালিপূর্ণ মনে করছে দেশটির অধিকাংশ জনগণ। বুধবার শেষ হওয়া রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৫৭ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্ক আরোপকে ঘিরে বাণিজ্যযুদ্ধ সূচনার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স জানায়, মার্কিন অভিবাসী আটককেন্দ্রে আর বন্দি ধারণক্ষমতা নেই। অভিবাসন ও শুল্ক প্রয়োগ বা আইসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানিয়েছেন, এখন সব মিলিয়ে ৪৭ হাজার ৬০০ মানুষকে আটকে রাখা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল ক আর প ব যবস থ র ওপর
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।