দুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই
Published: 14th, March 2025 GMT
হযরতউল্লাহ জাজাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে দুই ধরনের ছবি পাওয়া যায়। তাঁর ব্যাটিংয়ের ছবি, অনুশীলনের ছবি, কোথাও ঘুরতে যাওয়ার ছবি। নিজের ও খেলার বাইরের অন্য সব ছবি-ভিডিও জাজাইয়ের মেয়ের। ২০২২ সালের ৫ জুন মেয়ের জন্মের ছবি পোস্ট দিয়ে যার শুরু।
আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় করিম জানাত জানিয়েছেন, জাজাইয়ের কন্যা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে জাজাইয়ের মেয়ে কখন এবং কীভাবে মারা গেছে, এ সম্পর্কে কিছু বলেননি।
আজ এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হযরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হযরতউল্লা জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
২৬ বছর বয়সী জাজাই এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৪৫ টি-টোয়েন্টি ও ১৬টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের (১৬২*) মালিক এই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জাজাই সামাজিক যোগাযোগমাধ্যম জগতে পারিবারিক জীবন খুব একটা সামনে আনেন না।
এ যাবত শুধু মেয়ের ছবি ও ভিডিওই পোস্ট করতে দেখা গেছে। বিশেষ করে মেয়ের জন্মের খবর, ২ মাস, ৩ মাস ও প্রথম জন্মবার্ষিকীর মতো বয়সের বিভিন্ন মাইলফলক ও উদ্যাপনের ছবি পোস্ট করেছেন বিভিন্ন সময়ে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জ্যোতি-শারমিন
আইসিসির নারী ক্রিকেটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ভালো খেলায় র্যাঙ্কিংয়ে পুরস্কার পেয়েছেন তারা।
নিগার সুলতানা থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন। যা তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ওই ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এই অধিনায়ক।
দারুণ ওই দুই ইনিংস খেলায় ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ লাফ দিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। তার মতো থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ভালো করেছেন শারমিন আক্তার। তিনি থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪। শারমিন ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে এসেছেন।
ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই বোলার। রাবেয়া খান সাত ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠেছেন। ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে আছেন।
আইসিসির ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লওরা উলভার্ট, দুইয়ে আছেন স্মৃতি মান্দানা, তিনে আছেন নাতালিয়া স্কাইভার ব্রান্ট। ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এসলেসটন শীর্ষে আছেন, অ্যাশ গার্ডনার আছেন দুইয়ে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার আশেন শীর্ষে।
ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। বাংলাদেশ বাছছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করছে জ্যোতির দল।