ব্রুনোর হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ
Published: 14th, March 2025 GMT
ওল্ড ট্র্যাফোর্ডের গর্জনে ফেটে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড! ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। তার হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-২) জয়লাভ করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো ইউনাইটেড।
দশম মিনিটেই ঝড় উঠে ইউনাইটেড শিবিরে। ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট রিয়াল সোসিয়েদাদের তারকা মিখেল ওইয়ারজাবালকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ হাতছাড়া না করে ঠান্ডা মাথায় গোল করেন ওইয়ারজাবাল, সফরকারীদের এনে দেন আগুয়ান লিড।
তবে ইউনাইটেড দ্রুতই ঘুরে দাঁড়ায়। মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাসমুস হজল্যান্ড ফাউলের শিকার হলে পেনাল্টির সুযোগ পায় ইউনাইটেড। স্পট-কিক থেকে দলকে সমতায় ফেরান ফার্নান্দেস।
আরো পড়ুন:
শেষ মুহূর্তে মেসির গোল, কোয়ার্টার ফাইনালে মায়ামি
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনাল্ডো নাজারিও
ম্যাচের ৫০ মিনিটে ইউনাইটেডের আরও একটি পেনাল্টির সুযোগ আসে। এ সময় ম্যানইউর প্যাট্রিক ডোর্গুকে রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডার আরিতজ এলুস্তোন্দোর ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত হয়। ফার্নান্দেস দ্বিতীয়বারের মতো সফল স্পট-কিক নেন এবং ইউনাইটেডকে এগিয়ে দেন।
৬৩ মিনিটে ম্যাচ আরও কঠিন হয়ে যায় সোসিয়েদাদের জন্য। ডোর্গুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জন আরামবুরু। ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা, আর সেই সুযোগ কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেনি ইউনাইটেড।
শেষ বাঁশি বাজার আগেই আরও দুটি গোল আসে ইউনাইটেডের পক্ষে। ৮৭ মিনিটে নিচু শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ব্রুনো ফার্নান্দেস। যোগ করা সময়ে (৯০+১) চতুর্থ গোলটি করেন তার পর্তুগিজ সতীর্থ দিয়েগো দালত।
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি শুধু একটি জয় নয়, এটি ছিল আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের ক্লাব লিওঁর বিপক্ষে তারা কি পারবে এই ফর্ম ধরে রাখতে? সময়ই দেবে উত্তর!
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক য় র ট র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
হঠাৎ পিঠে ব্যথা হয় যেসব কারণে
আমরা অনেকে দিনের বেশির ভাগ সময় বসে কাজ করি। এক জায়গায় দীর্ঘ সময় বসে বা শুয়ে কেউ ল্যাপটপে, কেউ ডেস্কটপে আর কেউ মোবাইলে নেট ব্রাউজিং করি। আবার কারও কারও চাকরির ধরণ ‘ডেস্ক জব’। চিকিৎসকেরা বলছেন, পিঠ ব্যাথার অন্যতম কারণ হচ্ছে ম্যাকানিক্যাল কারণ।
ডা. এম ইয়াছিন আলী একটি পডকাস্টে বলেন, ‘‘আমরা দীর্ঘ সময় বসে কাজ করছি। অথবা অনেকেই খুব ঝুঁকে করছি। একাধারে দীর্ঘ সময় বসে কাজ করার ফলে বসা থেকে উঠে দাঁড়ানোর সময় আমরা পিঠে ব্যথা অনুভব করছি। অনেকে বিছানায় উপুর হয়ে শুয়ে নেট ব্রাউজ করেন বা লেখালিখি করেন। একটা সময় দেখা যায় যে, শোয়া থেকে উনি উঠে বসতে গেলে আর স্বাভাবিক ভাবে উঠে বসতে পারেন না। এবং তীব্র পেইন অনুভব করেন।’’
এই চিকিৎসক আরও বলেন, ‘‘আমাদের পিঠের মেরুদণ্ডের যে অংশ- সেটাকে মেডিকেলের ভাষায় থোরাসিক স্পাইন বলি। এই স্পাইনে সাধারণত মুভমেন্ট কম হয়। ঘাড় ও কোমরের সার্ভিক্যাল স্পাইন এবং কোমরের স্পাইনের নড়াচড়া বেশি হলেও পিঠের স্পাইনের নড়াচড়া কম হয়। সেক্ষেত্রে একইভাবে যখন আমরা দীর্ঘক্ষণ থাকি, তখন মাংসপেশীগুলো-লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়। এবং সেখান থেকেই মূলত পেইন শুরু হয়।’’
আরো পড়ুন:
দাঁতে গর্ত দেখা দিলে করণীয়
কত সময় ভিজিয়ে রাখা পান্তা ভাত স্বাস্থ্যের জন্য ভালো?
‘‘প্রথম দিকে আমরা বেশি অবহেলা করি। কিন্তু এই পেইনটা যখন অনেক তীব্র হয়, তখন স্বাভাবিক কাজেও সমস্যা হয়। অনেক সময় লাঞ্চে যদি কোনো প্রবলেম থাকে, তাহলেও পিঠে ব্যথা হতে পারে। এ ছাড়া বিভিন্ন ট্রমাটিক বা আঘাতজনিত কারণে পিঠে ব্যথা হতে পারে। স্পোর্টস ইন্জুরি থেকেও পিঠে ব্যথা হতে পারে। উপর থেকে পড়ে যাওয়ার ফলেও পিঠে ব্যথা হতে পারে।’’— যোগ করেন এই চিকিৎসক
কেন পিঠ ব্যথা হচ্ছে, সেই কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত।
ঢাকা/লিপি