চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন এলাকার লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমানের (৩২) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুডুলিয়া গ্রামে। পেশায় তিনি ফেরিওয়ালা। ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামে গ্রামে ডিম ফেরি করে বিক্রি করেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজ শুক্রবার সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, ‘আসামি জিল্লুরকে আজ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেরা খানমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দামুড়হুদা উপজেলায় ভ্যানে করে ডিম বিক্রি করেন। গতকাল বিকেলে তিনি ডিম বিক্রি করতে যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি ডিম কিনতে বাড়ির অদূর ইটের পালার কাছে যায়। সেখানে আর কেউ ছিল না। এই সুযোগে জিল্লুর রহমান একাধিকবার শিশুটিকে জাপটে ধরেন এবং তার গায়ে হাত দেন। শিশুটি ডিম না কিনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

এরপর পরিবারের সদস্য ও এলাকার লোকজন জিল্লুর রহমানকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে থানায় নেওয়া হয়। পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জিল্লুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘এর আগেও দুটি শিশুকে যৌন হয়রানি করেছিলেন জিল্লুর। লোকলজ্জার ভয়ে তখন ভুক্তভোগীরা কোনো ব্যবস্থা নেননি। ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ে এমন নিপীড়নের শিকার না হয়, সে জন্য তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ল র রহম ন স পর দ

এছাড়াও পড়ুন:

কথা বলবেন পুতিন-ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরোপুরি সম্মত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই শিগগিরই দুই পরাশক্তিধর দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপচারিতা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ। পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হয়েছে। বৈঠকের পর পুতিন কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।

শুক্রবার পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ‘রাশিয়াকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছিল’ এবং ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিজস্ব ‘তথ্য ও অতিরিক্ত সংকেত’ দিয়েছিলেন।

তিনি জানান, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার পরিকল্পনা রয়েছে। কিন্তু উইটকফ ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করার পরেই কেবল সময় নির্ধারণে একমত হবেন পুতিন ও ট্রাম্প।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ