চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন এলাকার লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমানের (৩২) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুডুলিয়া গ্রামে। পেশায় তিনি ফেরিওয়ালা। ব্যাটারিচালিত ভ্যানে করে গ্রামে গ্রামে ডিম ফেরি করে বিক্রি করেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজ শুক্রবার সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, ‘আসামি জিল্লুরকে আজ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেরা খানমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দামুড়হুদা উপজেলায় ভ্যানে করে ডিম বিক্রি করেন। গতকাল বিকেলে তিনি ডিম বিক্রি করতে যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি ডিম কিনতে বাড়ির অদূর ইটের পালার কাছে যায়। সেখানে আর কেউ ছিল না। এই সুযোগে জিল্লুর রহমান একাধিকবার শিশুটিকে জাপটে ধরেন এবং তার গায়ে হাত দেন। শিশুটি ডিম না কিনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

এরপর পরিবারের সদস্য ও এলাকার লোকজন জিল্লুর রহমানকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে থানায় নেওয়া হয়। পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জিল্লুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘এর আগেও দুটি শিশুকে যৌন হয়রানি করেছিলেন জিল্লুর। লোকলজ্জার ভয়ে তখন ভুক্তভোগীরা কোনো ব্যবস্থা নেননি। ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ে এমন নিপীড়নের শিকার না হয়, সে জন্য তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ল র রহম ন স পর দ

এছাড়াও পড়ুন:

নতুন বছরকে বরণ করে নিল পিরোজপুর বিশ্ববিদ্যালয়

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করে নিয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)। 

বর্ষবরণ উপলক্ষে সোমরাব (১৪ এপ্রিল) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল ইসলাম আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন। 

ড. শহীদুল ইসলাম বলেন, “এ দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি বলেন, “নতুন বছর বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার।”

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় দিনভর সবাইকে মাতিয়ে রাখেন।

ঢাকা/তাওহিদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ