ভারতের পার্লামেন্টের আসন বৃদ্ধি নিয়ে ডাকা সম্মেলনের এখনো এক সপ্তাহ বাকি, কিন্তু ইতিমধ্যেই যোগদানের সাড়া পেতে শুরু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ওই রাজ্যের বিরোধী দল বিআরএসের ওয়ার্কিং প্রেসিডেন্ট কে টি রাম রাও এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়ে দিয়েছেন, তাঁরা ২২ মার্চের সম্মেলনে যোগ দেবেন।

কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তাঁর হয়ে যাবেন উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কংগ্রেস তামিলনাড়ুর সরকারের শরিক।

শুধু জনসংখ্যার নিরিখে সংসদের আসনসংখ্যা নির্ধারণের বিরোধিতায় ওই সম্মেলনে দক্ষিণের রাজ্যগুলোকে একজোট করার চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। দাক্ষিণাত্যের পাঁচ রাজ্য ছাড়াও ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও বিজেপির শাসিত ওডিশার মুখ্যমন্ত্রীদেরও। এ ছাড়া স্ট্যালিন আমন্ত্রণ জানিয়েছেন বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের।

জনসংখ্যা বেড়ে যাওয়ার ওপর লোকসভার সদস্যসংখ্যা নির্ধারিত হয়ে আসছে ভারতের স্বাধীনতার পর থেকে। ১৯৫১, ১৯৬১ ও ১৯৭১ সালের জনসংখ্যার নিরিখে তিনবার বাড়ানো হয়েছে রাজ্যওয়ারি লোকসভা প্রতিনিধিদের সংখ্যা। তার ভিত্তিতে বেড়েছে রাজ্যসভার সদস্যসংখ্যাও। কিন্তু ১৯৭৬ সালে সেই ব্যবস্থা স্থগিত রাখা হয়। সংবিধান সংশোধন করে জানানো হয়, পরবর্তী ২৫ বছর সংসদের আসন বাড়ানো হবে না। কারণ হিসেবে দেখানো হয়, কেন্দ্রীয় সরকারের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি। ২০০০ সালে আরও একবার সংবিধান সংশোধন করে সেই মেয়াদ আরও ২৫ বছরের জন্য বাড়ানো হয়। আগামী বছর ২০২৬ সালে মোট ৫০ বছরের মেয়াদ পূর্তি হলে সরকারকে সংসদের আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে। দেশের জনগণনা ২০১১ সাল পর্যন্ত হয়েছে। ২০২১ সালে কোভিডের কারণে বন্ধ ছিল। সেই থেকে এখনো জনগণনা হয়নি।

জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি দক্ষিণের রাজ্যগুলোয় যতটা সফল, হিন্দি বলয়ে ততটা নয়। ফলে পুরোনো হিসেবে জনসংখ্যার বিচারে সংসদের আসন বৃদ্ধি ঘটানো হলে দেখা যাচ্ছে, দক্ষিণের রাজ্যগুলোর তুলনায় উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যের আসনসংখ্যা অনেক বেড়ে যাবে। এতটাই বাড়বে যে বিজেপির মতো হিন্দি বলয়ের দলের পক্ষে দাক্ষিণাত্যের সমর্থন ছাড়াই দেশ শাসন করা সম্ভবপর হবে। স্ট্যালিন এরই বিরোধিতায় নেমেছেন সবার আগে। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের কর্মসূচির সাফল্য সংসদে প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে ‘শাস্তি’ বলে বিবেচিত হতে পারে না। একইভাবে হিন্দি বলয়ের ‘ব্যর্থতার’ পুরস্কারও এভাবে দেওয়া যায় না। স্ট্যালিন ইতিমধ্যেই সংসদের আসন বৃদ্ধির বিষয়টি আরও ৩০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন যাতে উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্মনিয়ন্ত্রণ কমানো যায় এবং উত্তর-দক্ষিণে সমতা আসে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ডাকা ওই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো হ্যাঁ বা না বললেও কেরালার বামপন্থী সরকার ও অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকার দাবির বিরোধিতা করেনি। বরং দুই রাজ্যও এই বৃদ্ধির সম্ভাবনায় চিন্তিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখনো নিজে যাওয়ার কিংবা প্রতিনিধি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নেননি পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও।

ওড়িশার বিরোধী দল বিজেডির নেতা নবীন পট্টনায়ক দক্ষিণের যুক্তিকে সমর্থন করেছেন। যদিও বিজেপির মুখ্যমন্ত্রী এখনো নীরব। দক্ষিণের বিজেপি নেতৃত্বও এই বিষয়ে বিরোধিতার রাস্তায় হাঁটছে না। তাদের পক্ষে দক্ষিণী স্বার্থের বিরোধিতা করা সম্ভব নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু বলেছেন, দক্ষিণের আসন কমবে না।

কিন্তু অমিত শাহের এ কথায় কেউ সন্তুষ্ট নন। এ পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, দাবির সমর্থনে দলীয় সংসদ সদস্য ও পদাধিকারীদের বিভিন্ন রাজ্যে পাঠাবেন, যাতে ২২ মার্চের সম্মেলন সফল হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ম খ যমন ত র র আসন ব দ ধ জনস খ য সরক র

এছাড়াও পড়ুন:

তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছেন বাঙালিরা। অতীত ভুলে নতুনের আবাহনে মেতে উঠেছেন। ফলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শোবিজ অঙ্গনের তারকারাও দিনটি নিজেদের মতো করে উদযাপন করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা।

অভিনেত্রী জয়া আহসান বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে পরেছেন। চুলে গোঁজা রক্তজবা। হাতে লাল-সবুজ রঙের চুড়ি। হাতে হাতপাখা। মুখে লেগে আছে হাসি। এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

গত বছর পুত্র পূণ্যকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন পরীমণি। তার বেশ কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পুরোনো পোস্ট শেয়ার করে পরীমণি লেখেন, “কারো জীবনের আনন্দের কারণ না হও। কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে—।” অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

আরো পড়ুন:

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

সুখবর দিলেন মিথিলা

পহেলা বৈশাখের প্রথমার্ধে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। এ অভিনেত্রী লেখেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো…এসো। শুভ নববর্ষ ১৪৩২।”

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শাড়িতে স্নিগ্ধ মেহজাবীন দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, “বৈশাখ।”

মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ