আদাবর ও মোহাম্মদপুরে ডাকাত–ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩
Published: 14th, March 2025 GMT
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি সামুরাই ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ হাওলাদার (২১), মো. রোহান (২০) ও আবদুল্লাহ হোসেন ওরফে মইদুল (২৫)।
আজ শুক্রবার র্যাব-২–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে র্যাব-২–এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতেরা জড়ো হয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-২–এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর সময় র্যাব-২–এর একটি দল ধাওয়া করে শুভ হাওলাদার ও রোহানকে আটক করে। তাঁদের চার-পাঁচজন সহযোগী পালিয়ে যান।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। তাঁরা সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকাপয়সা, মুঠোফোন ও জিনিসপত্র ছিনিয়ে নেন।
এদিকে গতকাল রাতে র্যাব-২–এর আরেকটি দল রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী আবদুল্লাহ হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র য ব ২ এর
এছাড়াও পড়ুন:
তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী
দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।
নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।
আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।
২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।