শেষ মুহূর্তের নাটকীয়তায় আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ক্যাভালিয়ার এফসির বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি প্রথমে নির্ধারিত ছিল মাত্র তিন হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে। তবে মেসির আগমনকে ঘিরে তুমুল উন্মাদনা দেখা দেওয়ায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয় কিংস্টনের জাতীয় স্টেডিয়াম, ইন্ডিপেন্ডেন্টস পার্কে।

দর্শকদের অপেক্ষা বাড়িয়ে দিয়ে প্রথমার্ধে বেঞ্চে বসেই সময় কাটান মেসি। দীর্ঘদিন পর মাঠে ফেরার প্রতীক্ষা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল তার নামার মুহূর্তটি। দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে বদলি হিসেবে নামানো হয় তাকে।

আরো পড়ুন:

কোচের ঘাড় চেপে ধরে লঘু শাস্তি মেসির

অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ! 

খেলা তখন গড়িয়েছে অতিরিক্ত যোগ করা সময়ের শেষ প্রান্তে। স্কোরলাইন ১-০, ইন্টার মায়ামির পক্ষে। কিন্তু মেসি থাকলে কি আর ম্যাচ সাধারণভাবে শেষ হয়?

বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণ চেরা এক পাস বাড়িয়ে দেন সান্তিয়াগো মোরালেস। সামনে একগুচ্ছ ডিফেন্ডার, কিন্তু মেসির উপস্থিতি মানেই নতুন কিছু। ক্ষিপ্র গতিতে বল নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে আলতো ছোঁয়ায় বল পাঠিয়ে দেন জালে। মুহূর্তেই স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাস! জ্যামাইকান দর্শকরাও বিস্ময়ে হতবাক—এ যেন এক সম্মোহনী মায়াজাল!

এই ম্যাচ দিয়েই তিন ম্যাচের বিরতির পর মাঠে ফিরলেন মেসি। চোট না বিশ্রাম, এ নিয়ে নানা গুঞ্জনের পর অবশেষে দলের মেডিকেল টিম জানিয়েছিল, শারীরিক অবসাদের কারণে তাকে কিছুদিন মাঠের বাইরে রাখা হয়েছে। কিন্তু ফেরার পর সেই চিরচেনা মেসিই ধরা দিলেন।

শেষ আটের টিকিট নিশ্চিত করতে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে মায়ামি শিবির। লুইস সুয়ারেসের প্রথমার্ধের পেনাল্টি এবং মেসির শেষ মুহূর্তের গোল মিলিয়ে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

এখন সামনে আরও কঠিন প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি। তবে মেসির মতো একজন থাকলে যে কোনো ম্যাচেই রোমাঞ্চ লুকিয়ে থাকে, সেটি আবারও প্রমাণ হলো জ্যামাইকার মাটিতে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

কথা বলবেন পুতিন-ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরোপুরি সম্মত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই শিগগিরই দুই পরাশক্তিধর দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপচারিতা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ। পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হয়েছে। বৈঠকের পর পুতিন কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।

শুক্রবার পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ‘রাশিয়াকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছিল’ এবং ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিজস্ব ‘তথ্য ও অতিরিক্ত সংকেত’ দিয়েছিলেন।

তিনি জানান, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার পরিকল্পনা রয়েছে। কিন্তু উইটকফ ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করার পরেই কেবল সময় নির্ধারণে একমত হবেন পুতিন ও ট্রাম্প।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ