ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
Published: 14th, March 2025 GMT
বরিশালের মুলাদী উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন কবিরাজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুলাদী পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম আজ শুক্রবার সকালে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় খোকন কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী ও তাঁর ভাইয়ের ছেলে (৮) বাড়িতে ছিলেন। বেলা দুইটার দিকে শিশুটি বাইরে খেলতে বের হয়। তখন প্রতিবেশী খোকন একটি দা নিয়ে ওই বাড়িতে আসেন। তিনি ওই তরুণীকে দা দিয়ে জবাই করার ভয় দেখান। পরে হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করেন। এর কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে এ ঘটনা দেখে। এরপর দ্রুত সাইকেল চালিয়ে সে তার বাবার কাছে গিয়ে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা মুলাদী থানা-পুলিশকে বিষয়টি জানান। বিকেলে পৌর এলাকার চরডিক্রীর কালাপাহাড় এলাকা থেকে খোকনকে আটক করে পুলিশ।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, খোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী তরুণীকে আজ শুক্রবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কথা বলবেন পুতিন-ট্রাম্প
ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরোপুরি সম্মত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই শিগগিরই দুই পরাশক্তিধর দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপচারিতা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ। পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হয়েছে। বৈঠকের পর পুতিন কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।
শুক্রবার পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ‘রাশিয়াকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছিল’ এবং ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিজস্ব ‘তথ্য ও অতিরিক্ত সংকেত’ দিয়েছিলেন।
তিনি জানান, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার পরিকল্পনা রয়েছে। কিন্তু উইটকফ ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করার পরেই কেবল সময় নির্ধারণে একমত হবেন পুতিন ও ট্রাম্প।
ঢাকা/শাহেদ