বিদ্যালয়ের দপ্তরি ও তাঁর স্ত্রী পেটালেন শিক্ষককে, গ্রেপ্তার ১
Published: 14th, March 2025 GMT
বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে এক শিক্ষককে পেটান চাকরিচ্যুত দপ্তরি ও তাঁর স্ত্রী। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন হামলাকারী দম্পতির ছেলে। পরে ভুক্তভোগী শিক্ষক এ ঘটনায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তার করে।
ফেনীর দাগনভূঞা এলাকায় ঘটেছে এ ঘটনা। গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ন কবির (৪৮)। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। জানা গেছে, বিদ্যালয় থেকে ওই দপ্তরিকে চাকরিচ্যুত করার জেরে শিক্ষককে পিটুনি দেওয়ার ঘটনাটি ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি শিশু জরিপ তথ্য হালনাগাদের জন্য বুধবার সকালে বিদ্যালয়ে যান ওই শিক্ষক। দুপুর ১২টার দিকে শ্রেণিকক্ষের সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ স্কুলের চাকরিচ্যুত দপ্তরি হুমায়ন কবির (৪৮), তাঁর স্ত্রী নাহার বেগম (৩৮) এবং ছেলে মো.
এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টার অভিযোগ এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এ ঘটন
এছাড়াও পড়ুন:
কথা বলবেন পুতিন-ট্রাম্প
ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরোপুরি সম্মত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই শিগগিরই দুই পরাশক্তিধর দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপচারিতা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ। পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হয়েছে। বৈঠকের পর পুতিন কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।
শুক্রবার পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ‘রাশিয়াকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছিল’ এবং ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিজস্ব ‘তথ্য ও অতিরিক্ত সংকেত’ দিয়েছিলেন।
তিনি জানান, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার পরিকল্পনা রয়েছে। কিন্তু উইটকফ ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করার পরেই কেবল সময় নির্ধারণে একমত হবেন পুতিন ও ট্রাম্প।
ঢাকা/শাহেদ