চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
Published: 14th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ভুক্তভোগী শিশুকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ইব্রাহীম তার দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি এক নারী দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় ইব্রাহিম পালিয়ে যান।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
আরো পড়ুন:
এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল, রবিবারের মধ্যে সংশোধিত অধ্যাদেশ
এদিকে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইব্রাহিম মিয়ার বাড়িওয়ালা তানসেন, রুবেলসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘‘কিছু ঘটনা মীমাংসাযোগ্য নয়। তার মধ্যে, ধর্ষণের ঘটনা অন্যতম। এই ঘটনায় মূল অভিযুক্তকে আইনের আওতায় আনার পাশাপাশি মীমাংসার চেষ্টাকারীদেরও আইনের আওতায় আনা হবে।’’
ঢাকা/অনিক/রাজীব
.