গাজীপুর নগরের তেলিপাড়া এলাকায় ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।

তেলিপাড়া এলাকায় স্মোক সোয়েটার লিমিটেডের একটি কারখানা আছে। কারখানায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে বেতনের ২৫ শতাংশ। তবে শ্রমিকেরা ৫০ শতাংশ বোনাস দাবি করে আসছেন।

আজ সকাল থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় অবস্থান নেন। এতে ওই মহাসড়েকের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছেন।

আরও পড়ুনকোনাবাড়ীতে বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ২২ ঘণ্টা আগে

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার–নির্ধারিত হিসাবে বোনাসও দেওয়া হয়েছে। তারপরও শ্রমিকেরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উইজডেন–এর প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহের এই ছবিটির গল্প জানেন?

গত বছরের এপ্রিলের এমন সময়েই ঈদের ছুটি ছিল। তখন ময়মনসিংহের সুহিলা গ্রামে আমাদের বাড়িতে ছিলাম। সদরের কাছে হওয়ায় গ্রামটা আর আমাদের শৈশবের মতো বৃক্ষশোভিত নেই, চারদিকে বড় বড় ভবন তৈরি হয়েছে। খেলাধুলার তেমন জায়গাও নেই। তবু বাড়িতে থাকলে সামান্য সবুজের খোঁজে গ্রামের এদিক-সেদিক ঘুরে বেড়াই। বড় কোনো গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে গল্প করি। অভ্যাসবশত মুঠোফোন হাতে নিয়ে ছবিও তুলি।

ঈদের কয়েক দিন পর এমন করেই ঘুরছিলাম। এমন সময় আমার এক ভাতিজা এসে জানাল, সামনের বন্দে (আমাদের গ্রামে খোলা মাঠকে এই নামেই ডাকে) গাছ কাটা হচ্ছে। সম্ভবত পারিবারিক দ্বন্দ্বের কারণে জমিটা খালিই পড়ে থাকত। ছোটবেলায় আমরা সেখানে ক্রিকেট খেলতাম। পরে সেখানে অনেক গাছ লাগানো হয়।

গিয়ে দেখি পাঁচ-ছয়জন কিশোর কেটে রাখা গাছের গুঁড়িতে বসে আছে। কারও হাতে ব্যাট, কারও হাতে বল। একদৃষ্টে গাছ কাটা দেখছে সবাই। সবারই মন খারাপ। যে গাছটা কাটা হচ্ছে, তার নিচেই ক্রিকেট খেলত এই কিশোরেরা। খেলার সময় গাছটাকে বানাত স্টাম্প।

আরও পড়ুনপরিবেশবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় সুব্রত দের তোলা যে ছবি সেরা হয়েছে১৭ ডিসেম্বর ২০২২আবদুল্লাহ আল মাহফুজ

সম্পর্কিত নিবন্ধ

  • সালিশে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • সালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার
  • দুই হাত কেটে ফেলেও বাঁচানো গেল না সাদাফকে
  • পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না ময়মনসিংহ মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুকটি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • অধস্তন আদালত তদারকি কমিটি পুনর্গঠন
  • উইজডেন–এর প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহের এই ছবিটির গল্প জানেন?
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ