Risingbd:
2025-03-14@10:50:26 GMT

দিবার ঈদ কালেকশনে যা থাকছে

Published: 14th, March 2025 GMT

দিবার ঈদ কালেকশনে যা থাকছে

গ্যালারিয়া ডি দিবার কর্ণধার সাবিকুন্নাহার  দিবা সব সময় কালারফুল পোশাক পছন্দ করেন। শুরুতে টাই-ডাই পণ্য নিয়ে কাজ করলে ধীরে ধীরে ফেব্রিক ও নকশায় বৈচিত্র্য যোগ করেছেন। এবার ঈদে সমৃদ্ধ কালেকশন রয়েছে তার।

থ্রিপিসের মধ্যে রয়েছে, পিওর কটন স্কিন প্রিন্ট থ্রিপিস, ইয়োক লেইজ কাজ করা বাটিক থ্রিপিস, কটন ব্লক প্রিন্ট থ্রিপিস, পিওর খাদি কটন স্কিন প্রিন্ট থ্রিপিস এবং এমব্রয়ডারী কামিজ ও স্লিভস। শাড়ির সমৃদ্ধ কালেকশনে রয়েছে শিবুরি টাই- ডাই সিল্ক শাড়ি, শিবুরি টাই- ডাই কোটা শাড়ি, টাঙ্গাইল কাতান শাড়ি, কটন উডব্লক শাড়ি, টাঙ্গাইলের তাঁত কটন শাড়ি ইত্যাদি। গরমে আরামের কথা চিন্তা করে কটনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে উৎসবের ভাইবটা যাতে থাকে এজন্য কটন, কোটা কিংবা উডব্লকের জমিনে যাতে জমকালো নকশা থাকে সেদিকে খেয়াল রাখা হয়েছে। অন্যদিকে উৎসবের বিকেলে এবং রাতে ক্যারি করার জন্য উপযুক্ত পোশাক হিসেবে থাকছে সিল্ক ফেব্রিকের প্রাধান্য।

কোন ফেব্রিকের চাহিদা বেশি? এই প্রশ্নের জবাবে দিবা রাইজিংবিডিকে বলেন, ‘‘এই বছর সিল্কের শাড়ি,থ্রিপিস, টুপিস এগুলোতে ভালো সাড়া পাচ্ছি।’’

আরো পড়ুন:

ঈদে তাঁতের শাড়ির পসরা সাজিয়েছেন ফাহমিদা ও কাকলী

ফায়জার ঈদ পোশাকে ‘প্রতিবাদ’

গ্যালারিয়া ডি দিবার থ্রিপিসের দাম ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। শাড়ির দাম ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। 

ঈদের দিন কেমন পোশাক বেছে নেবেন এই উদ্যোক্তা, জানতে চেয়েছিল রাইজিংবিডি। সাবিকুন্নাহার দিবা বলেন,  আমার উদ্যোগ ‘Galleria de Diba’ র কটনের থ্রিপিস পরবো সকালে আর বিকেলে পরবো সিল্কের শাড়ি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ প শ ক

এছাড়াও পড়ুন:

প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’

 

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।

এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে। 

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।

নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • দোল পূর্ণিমায় শেষ হলো একদিনের লালন স্মরণোৎসব
  • ঈদে তাঁতের শাড়ির পসরা সাজিয়েছেন ফাহমিদা ও কাকলী
  • আখড়াবাড়িতে সাধুসঙ্গ থাকলেও নেই মেলা, সাংস্কৃতিক আয়োজন
  • ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব শুরু কাল, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’ শুরু
  • রামাদান ও ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন
  • প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’
  • ফায়জার ঈদ পোশাকে ‘প্রতিবাদ’
  • বর্ণিল ঈদ পোশাক