খুনের রহস্য ছাপিয়ে স্বপ্ন আর স্বপ্নভঙ্গের গল্প, ‘রেখাচিত্রম’ নিয়ে এক লাইনে এভাবেই বলা যায়। আলোচনা যে হচ্ছে মালয়ালম থ্রিলার সিনেমা ‘রেখাচিত্রম’ নিয়ে অনেক পাঠকের এর মধ্যেই তা বুঝে যাওয়ার কথা। কারণ, গত সপ্তাহে ওটিটিতে মুক্তির পর অনেক দেশি দর্শকও মজেছেন এই দক্ষিণি সিনেমায়।

একনজরে
সিনেমা: ‘রেখাচিত্রম’
ধরন: ক্রাইম থ্রিলার
অভিনয়: আসিফ আলী, অনস্বরা রাজন ও মনোজ কে জায়ান
পরিচালনা: জোফিন টি চাকো
দৈর্ঘ্য: ১৪০ মিনিট
স্ট্রিমিং: সনি লিভ

অনলাইনে জুয়া খেলার দায়ে পুলিশ কর্মকর্তা বিবেক সাসপেন্ড হন। বহিষ্কারাদেশ কাটিয়ে চাকরিতে যোগদানের পর তাঁকে বদলি করা হয় এক প্রত্যন্ত অঞ্চলে। প্রথম দিনেই এক অভাবনীয় ঘটনার মুখোমুখি হন বিবেক। সেখানকার জঙ্গলে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি আত্মহত্যা করেন। তবে নিজেকে গুলি করার আগে তিনি বলে যান, চার দশক আগের এক খুনের কথা। বলে যান সেই তরুণীকে মাটিচাপা দেওয়া হয়েছে এ জঙ্গলেই। তাঁর সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নামও বলে যান। যার মধ্যে একজন এখন খুবই প্রভাবশালী অলংকার ব্যবসায়ী। বিবেক নেমে পড়েন তদন্তে, খোঁড়াখুঁড়ির পর পাওয়া যায় কঙ্কাল। অনেক খোঁজখবরের পর জানা যায়, কঙ্কালটি রেখা নামের এক তরুণীর। কিন্তু কে এই তরুণী? তদন্তে নেমে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন বিবেক। মোটা দাগে এই হলো সিনেমার গল্প।

গত কয়েক গত বছরে একের পর এক থ্রিলার বানিয়ে চমকে দিয়েছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। বেশির ভাগ ছিল খুবই কম বাজেটে নির্মিত। কিন্তু বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য, নির্মাণ আর অভিনয়ের গুণে সিনেমাগুলো দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। ‘রেখাচিত্রম’ও তেমনি। মাত্র ছয় কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে প্রায় ৬০ কোটি রুপি ব্যবসা করেছে!

‘রেখাচিত্রম’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধোনির বুড়ো হাড়ের ভেলকি

বিজয় শঙ্কর ১৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার পর জয়ের জন্য ৩০ বলে ৫৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। হাতে ৫ উইকেট। এমন সময় সাতে ব্যাটিংয়ে নামলেন মহেন্দ্র সিং ধোনি। দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। ১১ বলে করলেন অপরাজিত ২৬। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৬৬ রান তাড়া করতে নেমে চেন্নাইও ম্যাচটা জিতল হেসেখেলে। ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে চেন্নাই।

আরও পড়ুনপিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন১ ঘণ্টা আগে

জয়ের জন্য শেষ ওভারে ৫ রান দরকার ছিল চেন্নাইয়ের। রান তাড়াটা এমন সহজ হয়ে আসার কারণ ষষ্ঠ উইকেটে ধোনি ও দুবের ২৮ বলে অবিচ্ছন্ন ৫৮ রানের জুটি। যেখানে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা দুবের অবদান ১৭ বলে ২৬ আর ৪৩ বছর বয়সী ধোনির অবদান ১১ বলে ২৬! এর মধ্যে ১৭তম ওভারের শেষ বলে শার্দুল ঠাকুরকে এক হাতে মারা ধোনির ছক্কাটি চেন্নাই সমর্থকদের মনে থাকবে বহুদিন। ম্যাচ শেষ করে আসায় কিংবদন্তি হয়ে ওঠা এই ধোনিকে পুরোনো চেহারায় দেখে নিশ্চয়ই খুশি হবেন চেন্নাইয়ের সমর্থকেরা।

জয়ের পর লক্ষ্ণৌর খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন ধোনি

সম্পর্কিত নিবন্ধ