অভিনেত্রীর কঙ্কাল, গোপন সত্যের খোঁজে এক পুলিশ কর্মকর্তা
Published: 14th, March 2025 GMT
খুনের রহস্য ছাপিয়ে স্বপ্ন আর স্বপ্নভঙ্গের গল্প, ‘রেখাচিত্রম’ নিয়ে এক লাইনে এভাবেই বলা যায়। আলোচনা যে হচ্ছে মালয়ালম থ্রিলার সিনেমা ‘রেখাচিত্রম’ নিয়ে অনেক পাঠকের এর মধ্যেই তা বুঝে যাওয়ার কথা। কারণ, গত সপ্তাহে ওটিটিতে মুক্তির পর অনেক দেশি দর্শকও মজেছেন এই দক্ষিণি সিনেমায়।
একনজরেসিনেমা: ‘রেখাচিত্রম’
ধরন: ক্রাইম থ্রিলার
অভিনয়: আসিফ আলী, অনস্বরা রাজন ও মনোজ কে জায়ান
পরিচালনা: জোফিন টি চাকো
দৈর্ঘ্য: ১৪০ মিনিট
স্ট্রিমিং: সনি লিভ
অনলাইনে জুয়া খেলার দায়ে পুলিশ কর্মকর্তা বিবেক সাসপেন্ড হন। বহিষ্কারাদেশ কাটিয়ে চাকরিতে যোগদানের পর তাঁকে বদলি করা হয় এক প্রত্যন্ত অঞ্চলে। প্রথম দিনেই এক অভাবনীয় ঘটনার মুখোমুখি হন বিবেক। সেখানকার জঙ্গলে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি আত্মহত্যা করেন। তবে নিজেকে গুলি করার আগে তিনি বলে যান, চার দশক আগের এক খুনের কথা। বলে যান সেই তরুণীকে মাটিচাপা দেওয়া হয়েছে এ জঙ্গলেই। তাঁর সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নামও বলে যান। যার মধ্যে একজন এখন খুবই প্রভাবশালী অলংকার ব্যবসায়ী। বিবেক নেমে পড়েন তদন্তে, খোঁড়াখুঁড়ির পর পাওয়া যায় কঙ্কাল। অনেক খোঁজখবরের পর জানা যায়, কঙ্কালটি রেখা নামের এক তরুণীর। কিন্তু কে এই তরুণী? তদন্তে নেমে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন বিবেক। মোটা দাগে এই হলো সিনেমার গল্প।
গত কয়েক গত বছরে একের পর এক থ্রিলার বানিয়ে চমকে দিয়েছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। বেশির ভাগ ছিল খুবই কম বাজেটে নির্মিত। কিন্তু বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য, নির্মাণ আর অভিনয়ের গুণে সিনেমাগুলো দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। ‘রেখাচিত্রম’ও তেমনি। মাত্র ছয় কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে প্রায় ৬০ কোটি রুপি ব্যবসা করেছে!
‘রেখাচিত্রম’–এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি
ব্র্যাক ব্যাংকের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ।
ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে বিএসআরএম গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই পার্টনারশিপের উদ্দেশ্য।
বিএসআরএম গ্রুপ ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত প্রযুক্তির সাহায্যে কাস্টমাইজড কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেবাগুলোর সুবিধা গ্রহণ করবে।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত বিএসআরএম গ্রুপের কর্পোরেট অফিসে এই পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন বিএসআরএম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমীর আলীহোসাইন এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।
এছাড়াও বিএসআরএম গ্রুপের পক্ষে ডিরেক্টর যোহায়ের তাহেরালী, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি শেখর রঞ্জন কর এফসিএ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই পার্টনারশিপ উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ব্র্যাক ব্যাংকের আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
ঢাকা/সাজ্জাদ/এসবি