সব স্তরে নারীর সুরক্ষা নিশ্চিত করতেই হবে
Published: 14th, March 2025 GMT
সমাজে নারীদের করুণ দশার পেছনে দায়ী একটি শব্দের নাম ‘পুরুষতন্ত্র’, যা শুধু পুরুষদের মধ্যেই নয়, সমাজের নারীদের মধ্যেও প্রবল। এ ধরনের সমাজ ব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে লড়াই করতে হবে। বর্তমান নতুন এই সময় ও সুযোগ কাজে লাগিয়ে সব স্তরে নারীর অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
গতকাল বৃহস্পতিবার মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় সমকালকে এই কথা বলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা.
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা যেমন নাজুক হয়ে পড়েছে, তেমনি নারীর অবস্থা আরও বিপজ্জনক অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া। নারী আন্দোলন আরও বেগবান করা এবং এই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এসব ঘটনাকে যতদিন আমরা শুধু নারীর ইস্যু ভাবব, ততদিন এখান থেকে আমরা মুক্ত হতে পারব না। নারীর প্রতি অবমাননা, সহিংসতা এসব সামাজিক সমস্যা। এতে কিন্তু সমাজটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নারীকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সমাজকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কারণ সমাজ নারীকে নিরাপত্তা দিতে পারছে না, নারীর অধিকার নারীকে দিতে পারছে না। তাই এটাকে নারীর সমস্যা না ভেবে সমাজের অগ্রগতিতে বাধা হিসেবে দেখতে হবে।
তিনি আরও বলেন, আছিয়ার বিষয়টি খুবই দুঃখজনক। তার মৃত্যুটা মেনে নেওয়া কারও পক্ষেই সম্ভব না। তারপরও আমাদের থেমে যাওয়া যাবে না। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের দায়বদ্ধতা থেকেই এ ধরনের ঘটনাগুলোর কারণ খুঁজে বের করতে হবে। সমাধানের পথ বের করতে হবে। আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আছিয়ার মতো আর কোনো শিশু ও নারীর প্রতি সহিংসতা ঘটানোর আগে তারা ভাববে। এ জন্য রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি খুলে দিতে হবে। একই সঙ্গে আছিয়ার পরিবারের বিষয়ে ভাবতে হবে। সেইসঙ্গে এ ঘটনায় যেন দ্রুত বিচার হয়, পাশাপাশি ভবিষ্যতে যাদের ওপর অত্যাচার করা হবে, তারাও যেন যথার্থ বিচার পায়– সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।
অধ্যাপক মেহজাবীন হক বলেন, যখন একটি ঘটনা ঘটে তখন চারদিকে কয়েক দিন উত্তেজনা চলে। তবে কোনো পরিবর্তন আসে না। আবার অন্য আরেকটি বিষয় আসে, সেটাতে আমরা মগ্ন হয়ে যাই। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
তিনি বলেন, যে অস্থির সময়ে মানুষের মধ্যে কুপ্রবৃত্তিগুলো জাগিয়ে তোলে, ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে, এর পেছনে একক কোনো ঘটনা নেই। অনেকগুলো কারণ মিলে ঘটনা হতে পারে। সমাজে মেয়ে বাচ্চাকে শেখানো হচ্ছে, তুমি অবলা। তোমার ওপর অত্যাচার হলে তুমি চুপ করে থাকবে, মেনে নেবে। যে মেয়েগুলো এখন প্রতিবাদ করছে, তাদের আবার আমরা দোষারোপ করছি। এই চর্চা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে। এই মানসিকতার পরিবর্তন যতদিন না আসবে, ততদিন আমরা এই ধরনের অন্যায় আচরণগুলো করে যাব। মেয়েদেরও শেখাতে হবে তাদের আত্মরক্ষার কৌশল, ওরাও যেন প্রতিবাদ করে।
শিশু আছিয়া প্রসঙ্গে ড. মেহজাবীন হক বলেন, অনেক সময় মেয়েরাই মেয়েদের শত্রু। আছিয়ার ক্ষেত্রে এটি হয়েছে, সেখানে কিন্তু একজন নারী উপস্থিত আছেন। তিনি কিন্তু তাঁর পরিবারের সদস্যদের অন্যায় আচরণের সুযোগ করে দিয়েছেন। তিনিও কিন্তু পুরুষের প্রতিনিধিত্ব করছেন। সমাজ এইভাবে শেখায়। ফলে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এটার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে। যখন এ রকম একটা ঘটনা ঘটে, তখন আশপাশে আরও ঘটনা ঘটে। তখন বিকৃত মনমানসিকতার মানুষগুলো ভাবে, এটা তো একটা সুযোগ। সে কিন্তু শাস্তির ভয় পায় না। সে ভাবে এগুলো তো হাতের নাগালের মধ্যেই আছে। অন্যদিকে সমাজে মা-বাবারা বলেন, হয়েছে কাউকে বলিও না। ফলে পুরুষ আরও উৎসাহী হয় অপকর্ম করার জন্য। সে জন্য কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনসমক্ষে শাস্তি দেওয়া। আমি ফাঁসির পক্ষে না। তবে এখন মনে হয় কিছু কিছু কাজের ক্ষেত্রে এটি দেওয়া যায়। তিনি বলেন, কথায় কথায় নারীর দোষ, এই মানসিকতা থেকে বের হতে হবে। নারীকে নারীর দৃষ্টিতে দেখতে হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্ত কিশোরের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ধানগড়া পুরোনো চৌরাস্তা মোড়ে সমাবেশের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সমাবেশে অভিযুক্তের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী ছাত্র–জনতা। এতে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অনেকেই ধর্ষণবিরোধী ও অভিযুক্তের শাস্তি দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। পরে মিছিলটি ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুনসিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা৫ ঘণ্টা আগেবক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইমুজ্জামান শ্রাবণ, শেখ রিয়াদ, আশিক আহমেদ প্রমুখ। তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।
ওই শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। এতে ১৪ বছরের এক কিশোরকে আসামি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।