Risingbd:
2025-03-14@10:52:18 GMT

টিভিতে আজকের খেলা

Published: 14th, March 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
রূপগঞ্জ টাইগার্স বনাম গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।

ধানমন্ডি বনাম অগ্রণী ব্যাংক
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।

শাইনপুকুর বনাম গাজী গ্রুপ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৫
এশিয়ান স্টারস বনাম শ্রীলঙ্কান লায়নস
সরাসরি, বিকেল ৪টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।

ইন্ডিয়ান রয়ালস বনাম আফগানিস্তান পাঠানস
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫
ভারত-পাকিস্তান
হাইলাইটস, রাত ৯টা;
স্টার স্পোর্টস ২।

ফুটবল
স্প্যানিশ লা লিগা
পালমাস বনাম আলাভেস
সরাসরি, রাত ২টা;
এ স্পোর্টস।

জার্মান বুন্দেসলিগা
সেন্ট পওলি বনাম হফেনহেইম
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।

সৌদি প্রো লিগ
আল নাসর বনাম আল খুলুদ
 সরাসরি, রাত ১টা;
সনি স্পোর্টস টেন ৩।

চ্যাম্পিয়নস লিগ
অ্যাতলেতিকো-রিয়াল
হাইলাইটস, রাত ১০টা;
টেন ২।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স প র টস স বন ম

এছাড়াও পড়ুন:

ভারত নেই বলে লর্ডসের লোকসান ৬৩ কোটি টাকা

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি—টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত। তবে এ বছরের জুনে হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত।

আর ভারত নেই বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে গিয়ে ৪ মিলিয়ন পাউন্ড লোকসান হতে যাচ্ছে লর্ডসের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা। এতে বৈশ্বিক পর্যায়ে ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক প্রভাব ফুটে উঠেছে বলে উল্লেখ করেছে লন্ডনের দ্য টাইমস।

২০২৩–২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদিও গত বছরের শেষ প্রান্তিক পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে ছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩–০ এবং অস্ট্রেলিয়ার কাছে তাদের মাটিতে ৩–১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল।

দ্য টাইমসের খবরে বলা হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত থাকছে ধরে নিয়ে প্রিমিয়ার রেটে টিকিটের দাম ধার্য করেছিল লর্ডস কর্তৃপক্ষ এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)। ভারত থাকলে টিকিটের চাহিদা থাকে ব্যাপক, উচ্চ দামেও গ্যালারি ভরে যাওয়ার আশা ছিল এমসিসির। কিন্তু রোহিত–বিরাট কোহলিরা ফাইনালে উঠতে পারছেন না দেখে টিকিটের দাম কমিয়ে ফেলে লর্ডস কর্তৃপক্ষ, যাতে গ্যালারিতে দর্শক উপস্থিতি দৃষ্টিকটুভাবে কম না হয়।

লর্ডসের টিকিটের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত এমসিসি গত বছরই নিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড–শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিন লর্ডসে দর্শক ছিল মাত্র ৯ হাজার। তখনই টিকিটের দাম নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এমসিসি।

এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে স্ট্যান্ড ভেদে ৪০ থেকে ৯০ পাউন্ড, যা প্রথমে নির্ধারণ করা দামের চেয়ে ৫০ শতাংশের মতো কম। আর টিকিটের দাম কমিয়ে দেওয়ার ফলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসের আয় ৪ মিলিয়ন পাউন্ড কমবে বলে হিসাব বলছে। দ্য টাইমস জানিয়েছে, যাঁরা আগেই টিকিট কেটে রেখেছেন, তাঁদের বাড়তি অর্থ ফেরত দেওয়া হবে।

চলতি বছর টিকিট বিক্রি থেকে বড় আয়ের আশা করছে লর্ডস কর্তৃপক্ষ। ২০২৫ সালে ইংল্যান্ড–ভারত টেস্ট, ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে, ইংল্যান্ড–ভারত মেয়েদের ওয়ানডে, দ্য হান্ড্রেডের ফাইনাল আয়োজন করবে লর্ডস। জুলাইয়ের ইংল্যান্ড–ভারত টেস্টের প্রথম চার দিনের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

এ ছাড়া অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ জুন।

সম্পর্কিত নিবন্ধ

  • এক্সিম ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, লাগবে না অভিজ্ঞতা, বেতন ৫২ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ মার্চ ২০২৫)
  • ভারত নেই বলে লর্ডসের লোকসান ৬৩ কোটি টাকা
  • বাজেটে সিগারেটের কর সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি
  • সিগারেট করকাঠামো সংস্কারে ২০ হাজার কোটি টাকা রাজস্ব বাড়তে পারে
  • স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শনিবার শুরু
  • বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ, প্রতিটি বৃত্তি ১০ হাজার পাউন্ডের
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ মার্চ ২০২৫)
  • বেসরকারী সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (১২ মার্চ ২০২৫)