আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৪ মার্চ) থেকে। আজ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট।

এ ছাড়া, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৯ মার্চ রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.

আফজাল হোসেন।

আরো পড়ুন:

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সভায় আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।

ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি
• ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ
• ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ
• ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ
• ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ
• ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
• ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

ঈদের পরের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি
• ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ
• ৪ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৫ মার্চ
• ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ মার্চ
• ৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৭ মার্চ
• ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৮ মার্চ
• ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ
• ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকেও পাওয়া যাবে। এক ব্যক্তি সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে, কোনও টিকিট রিফান্ডযোগ্য নয়।

ঢাকা/হাসান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ঈদ উৎসব ঈদ ২৪ ম র চ

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৫৩৫ জন এবং সাধারণ ক্যাডারের ৩ হাজার ৩২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ এপ্রিল। পরীক্ষা চলবে ১৬ জুন পর্যন্ত। সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের আলোকে গত ৮ এপ্রিলের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা–সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হলো এবং সংশোধিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয় ৭ ঘণ্টা আগে

সংশোধিত নতুন বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কোনো পরীক্ষার্থী অন্তর্ভুক্ত হয়ে থাকলে তাদের কমিশনের ই-মেইল ([email protected]) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি দ্রুত জানিয়ে দেয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১–এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সব সনদ/কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বৃদ্ধি, পদ ২৭৭১১ এপ্রিল ২০২৫

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ২৫২৪ জন, ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • বঙ্গোপসাগরে শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা
  • নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ
  • খেলাপি ঋণ নিয়ন্ত্রণে যা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক