নিজের ও সম্পদের সুরক্ষার জন্য অনেকেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনে রাখেন। এই অস্ত্রই কখনো কখনো নিজের বিপদ ঢেকে আনে। এমনই এক বিপদে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেফিসের এক বাসিন্দা।

গত রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তাঁর নারী সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তাঁরা। হঠাৎ ওই ব্যক্তি দেখতে পান যে তাঁর বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তাঁর ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।

গত বুধবার পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁর এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ লেগে গুলি বেরিয়ে যায়।

প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তাঁর কুকুরটির নাম ‘ওরেও’।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।

দুই বছর আগে কানসাসে একটি জার্মান শেফার্ড কুকুর একটি হান্টিং রাইফেলের ওপর দাঁড়িয়ে গেলে সেটি থেকে গুলি বের হয়ে যায়। এতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।

২০১৮ সালে আইওয়ায় ৫১ বছরের আরেক ব্যক্তি কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।

মেমফিসের এই ঘটনার পর স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই ব্যক্তির মেয়েবন্ধু বলেন, এ ঘটনায় তাঁর শিক্ষা হলো, আগ্নেয়াস্ত্রের ‘সেফটি চালু রাখুন অথবা ট্রিগার লক ব্যবহার করুন।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গাবাসীর জন্য সরকারি চাকরি, পদ ৩৯

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১৬তম গ্রেডভুক্ত ‘স্বাস্থ্য সহকারী’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারেবন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদনের বয়স

সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুনআউটসোর্সিং নীতিমালা জারি: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা১৫ এপ্রিল ২০২৫

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন ফি

১১২ টাকা।

আবেদনের শেষ সময়

৪ মে, ২০২৫।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ