পোষা কুকুরের গুলিতে আহত হলেন মালিক
Published: 14th, March 2025 GMT
নিজের ও সম্পদের সুরক্ষার জন্য অনেকেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনে রাখেন। এই অস্ত্রই কখনো কখনো নিজের বিপদ ঢেকে আনে। এমনই এক বিপদে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেফিসের এক বাসিন্দা।
গত রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তাঁর নারী সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তাঁরা। হঠাৎ ওই ব্যক্তি দেখতে পান যে তাঁর বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তাঁর ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।
গত বুধবার পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁর এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ লেগে গুলি বেরিয়ে যায়।
প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তাঁর কুকুরটির নাম ‘ওরেও’।
যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।
দুই বছর আগে কানসাসে একটি জার্মান শেফার্ড কুকুর একটি হান্টিং রাইফেলের ওপর দাঁড়িয়ে গেলে সেটি থেকে গুলি বের হয়ে যায়। এতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।
২০১৮ সালে আইওয়ায় ৫১ বছরের আরেক ব্যক্তি কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।
মেমফিসের এই ঘটনার পর স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই ব্যক্তির মেয়েবন্ধু বলেন, এ ঘটনায় তাঁর শিক্ষা হলো, আগ্নেয়াস্ত্রের ‘সেফটি চালু রাখুন অথবা ট্রিগার লক ব্যবহার করুন।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্ত কিশোরের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ধানগড়া পুরোনো চৌরাস্তা মোড়ে সমাবেশের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সমাবেশে অভিযুক্তের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী ছাত্র–জনতা। এতে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অনেকেই ধর্ষণবিরোধী ও অভিযুক্তের শাস্তি দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। পরে মিছিলটি ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুনসিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা৫ ঘণ্টা আগেবক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইমুজ্জামান শ্রাবণ, শেখ রিয়াদ, আশিক আহমেদ প্রমুখ। তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।
ওই শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। এতে ১৪ বছরের এক কিশোরকে আসামি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।