চরের মানুষের উন্নয়ন ও নিরাপত্তায় সরকারের বিশেষ মনোযোগ প্রয়োজন
Published: 14th, March 2025 GMT
‘দেশের দুর্গম চরগুলোতে খাদ্য, স্বাস্থ্য, কৃষিতে নতুন নতুন সংকট তৈরি হয়েছে। চরের কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। দুর্গম চরগুলোতে পশু ডাকাতি বৃদ্ধি পেয়েছে। কম মূল্যে খাদ্য সহায়তা চরবাসী পাচ্ছে না। চরাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোতে সক্রিয়তা কম। চরে বিভিন্ন ধরনের বৈষম্য কেবলই বাড়ছে। এরকম প্রেক্ষিতে চরের মানুষের উন্নয়ন ও নিরাপত্তায় সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।’
বৃহস্পতিবার সকাল ১১ টায় ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ) আয়োজিত ‘চলমান প্রেক্ষিত, চর বৈষম্য এবং এনসিএ’-এর করণীয় শীর্ষক অনলাইন সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় বক্তব্য প্রদান করেন বারডেমের পরিচালক আবু তাহের খান, ইউএনডিপির সিনিয়র অ্যাডভাইজার মঞ্জুর রশীদ, কেয়ার বাংলাদেশের ইআরপিপি প্রোগ্রামের পরিচালক আমানুর রহমান, কনসান ওয়ার্ল্ড ওয়াইড-এর এডভোকেসি এডভাইজার নবিনুর রহমান, প্র্যাকটিক্যাল অ্যাকশনের ম্যানেজার (এডভোকেসি পার্টনারশীপ) মেহরাব উল গণি, ইসলামিক রিলিফের প্রোজেক্ট অফিসার খাদেমুল রশীদ, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের জাফর ইকবাল সিদ্দিকী, এসকেএসের পরিচালক (এডভোকেসি) জোসেফ হালদার, কারিতাসের পরিচালক কামালউদ্দীন, যমুনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মনজেদ আলী, ফরিদপুর জেলা চর অ্যালায়েন্সের সদস্য সচিব আনম ফজলুল হাদি সাব্বির, এসেডো’র নির্বাহী পরিচালক মো.
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ রোকন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি- এরআরসি পার্টনারশীপ প্রোজেক্টের সিনিয়র ম্যানেজার মো. জসীমউদ্দীন কবীর, কুড়িগ্রাম চর অ্যালায়েন্সের সদস্য শওকত আলী, কেয়ারের খালেদুল আহসান, এনসিএ সদস্য ড. মাহবুব হাসান সহ অন্যান্যরা।
সভায় বক্তারা আরও বলেন, দেশের এক বৃহৎ অংশ চর। চরগুলো বরাবরই দুর্যোগপ্রবণ। চরের মানুষেরা খুবই সংগ্রামী জীবনযাপন করে থাকে। চরের মানুষের টেকসই উন্নয়নের জন্য তাই একটি জাতীয় চর উন্নয়ন নীতিমালা জাতীয় চর বোর্ড এবং জাতীয় বাজেটে চরের মানুষের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। সভা সঞ্চালনা করেন এনসিএর সদস্যসচিব জাহিদ রহমান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেব মুখার্জি মারা গেছেন
বলিউডের বরেণ্য অভিনেতা দেব মুখার্জি মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
দেব মুখার্জির মুখপাত্র জুম টিভিকে বলেন, “গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন দেব মুখার্জি। বার্ধক্যজনিত কারণে আজ সকালে মারা যান তিনি।”
আজ বিকাল ৪টায় মুম্বাইয়ের জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে দেব মুখার্জির শেষকৃত্য।
আরো পড়ুন:
‘মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণির তারকা’
গৌরির সঙ্গে প্রেম, স্বীকার করলেন আমির
ব্যক্তিগত জীবনে দেব মুখার্জি দুটো বিয়ে করেন। প্রথম সংসারে জন্ম নেয় কন্যা সুনীতা। পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় পুত্র অয়ন মুখার্জি। বলিউডের জনপ্রিয় পরিচালক তিনি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘ওয়ার টু’ সিনেমার নির্মাতা অয়ন মুখার্জি। বলিউড অভিনেত্রী কাজল দেব মুখার্জির ভাতিজি।
১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন দেব মুখার্জি। ১৯৬৫ সালে ‘তু হি মেরি জিন্দিগি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘অধিকার’, ‘জিন্দিগি জিন্দিগি’, ‘অভিনেত্রী’, ‘কারাতে’ প্রমুখ।
ঢাকা/শান্ত