ছাউনিসমৃদ্ধ শানবাঁধানো পুকুরঘাটে বসে কথা বলছিলেন স্থানীয় লোকজন। নামাজের আগে-পরে সেখানে সময় কাটান তাঁরা। ওই ঘাট থেকে হেঁটে ৫০ ফুট পশ্চিমে গেলে একটি চওড়া ফটক। ওই ফটকের বাঁ পাশ দিয়ে সিঁড়ির মতো কাঠামো। একসময় আজান দেওয়া হতো সেই স্থান থেকে। ফটকের ভেতর দিয়ে প্রবেশ করতেই সুন্দর টাইলসসমৃদ্ধ উঠান আর লাল রঙের গম্বুজবিশিষ্ট মসজিদ চোখে পড়ে। মসজিদের চারপাশে সুপরিসর জায়গা। নান্দনিক স্থাপত্যে গড়া সুলতানি আমলের এই মসজিদের নাম বখশি হামিদ মসজিদ। আজ থেকে সাড়ে চার শ বছর আগে এটি নির্মাণ করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা গ্রামে এই মসজিদ অবস্থিত।

মসজিদে প্রবেশের তিনটি দরজার মধ্যে মাঝখানের প্রধান দরজার ওপরে আরবিতে লেখা তিন লাইনের একটি শিলালিপি রয়েছে। ওই শিলালিপিতে লেখা আছে, ‘এই পবিত্র মসজিদ জাতি এবং ধর্মের খুঁটি। সুলতান সম্রাট সোলাইমান খান কররানীর আমলে নির্মিত এই মসজিদ। আল্লাহ তাঁকে সব আপদ বিপদ থেকে নিরাপদ রাখুন।’

শিলালিপির বক্তব্যমতে, এই মসজিদ সুলতান সোলাইমান খান কররানির (শাসনকাল: ১৫৬৫-১৫৭২) আমলে তৈরি। তবে লোকমুখে বখশি হামিদ মসজিদ বলে পরিচিতি পেয়েছে এটি।

এলাকার প্রবীণ ব্যক্তি এবং ইতিহাসবিদেরা জানান, বখশি হামিদের পুরো নাম মুহাম্মদ আবদুল হামিদ। বখশি ছিল তাঁর উপাধি। বখশি ফারসি শব্দ। আর এর অর্থ কালেক্টর বা করগ্রহীতা। তৎকালীন সময়ে আবদুল হামিদ এ অঞ্চলের কালেক্টর বা প্রশাসক ছিলেন। তিনি এলাকার শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধন করেন। তিনিই এ মসজিদের প্রতিষ্ঠাতা।

সুলতানি আমলে নির্মিত এই মসজিত সাড়ে চার শ বছরের পুরোনো। সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা গ্রামে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টানা ২৪ ম্যাচে হারেনি বার্সেলোনা, রেকর্ড কত ম্যাচের

২০২৫ সালটা কী অসাধারণ কাটছে বার্সেলোনার! এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও হান্সি ফ্লিকের দল অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা, লা লিগায় শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে থেকে। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে বার্সা সমর্থকদের!


সর্বশেষ গতরাতে লেগানেসের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনপাকিস্তানের ড্রেসিংরুমে মারামারি, রাজনীতি এবং রক্ত দিয়ে লেখা প্রেমপত্র৩ ঘণ্টা আগে

এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। ক্লাব ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র তিনবার।
২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা, সেবারও পরিসংখ্যান ছিল এবারের মতোই, ২০ জয় এবং ৪ ড্র। ডাচ কোচের অধীনে সেই যাত্রা শুরু হয়েছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র দিয়ে এবং লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের সেই মৌসুমে মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল।

লেগানেসের বিপক্ষে রাফিনিয়া

সম্পর্কিত নিবন্ধ