নফল নামাজগুলোর মধ্যে ‘সালাতুত তাসবিহ’ একটি অনন্য ও ফজিলতপূর্ণ ইবাদত, যা গুনাহ মাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। সালাতুত তাসবিহ অর্থ তসবি পাঠের নামাজ। আমরা আল্লাহর প্রশংসাবাচক যে-শব্দগুলো জপমালায় সকাল-সন্ধ্যা জপি, তাকেই তসবি বা প্রচলিত শব্দে তসবি বলে। এই নামাজে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তসবি বারবার পড়া হয়।

 সালাতুত তসবির নিয়মিত আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে।

 জীবনে অন্তত একবার হলেও সালাতুত তসবি পড়তে হয়। এ নামাজের সুসংবাদ নবীজি (সা.

) তাঁর চাচাকে দিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বরাতে হাদিসে আছে, একদিন নবীজি (সা.) আমার পিতা আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা.)-কে বললেন, চাচাজান, আমি কি আপনাকে উত্তম তসবি শিক্ষা দেব না, যখন আপনি তা সম্পাদন করবেন, আল্লাহ আপনার পূর্বাপর, নতুন-পুরাতন, ইচ্ছা-অনিচ্ছায় ছোট-বড় সকল প্রকার পাপ ক্ষমা করবেন। তা হলো, চার রাকাত নামাজ। প্রতি রাকাতে সুরা ফাতিহা এবং পরে একটি সুরা পড়বেন। প্রথম রাকাতে কিরাত পড়া হলে দাঁড়ানো অবস্থায় পনেরো বার বলবেন, ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। তারপর রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন দশবার। রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এ-অবস্থায় তসবি পড়বেন দশবার। তারপর সেজদায় নত হবেন এবং দশবার তসবি পড়বেন। তারপর সেজদা থেকে মাথা তুলে (দুই সেজদার মধ্যবর্তী সময়ে) তসবি দশবার পড়বেন। তারপর আবার সেজদায় যাবেন এবং সে-অবস্থায় দশবার তসবি পড়বেন। তারপর (দ্বিতীয়) সেজদা থেকে মাথা তুলে আরও দশবার তসবি পড়বেন। এভাবে প্রতি রাকাতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তাসবিহটি ৭৫ বার পড়া হবে।

চার রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন। যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে পারেন, পড়বেন। না হলে প্রতি জুমার দিন একবার পড়বেন। তা-ও না পারলে প্রতি মাসে একবার। তা-ও না হলে বছরে একবার। এবং তা-ও যদি না পারেন তবে জীবনে অন্তত একবার পড়বেন। (আবু দাউদ: ১২৯৭; ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৭)

আরও পড়ুনঅর্থ বুঝে নামাজ পড়ার ফজিলত১৩ ফেব্রুয়ারি ২০২৫

সালাতুত তসবির পদ্ধতি

 এই নামাজ ৪ রাকাত। ৪ রাকাত একত্রে বা দুই রাকাত করেও পড়া যায়। ৪ রাকাতে মোট ৩০০ বার পড়তে হয় ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তাসবিহটি। তাসবিহ পাঠের বিস্তারিত পদ্ধতি হলো:

 ১. সুরা ফাতিহা ও অতিরিক্ত সুরা পাঠের পর রুকুতে যাওয়ার আগে ১৫ বার তসবি পড়া।

 ২. রুকুতে রুকুর তাসবিহ পড়ার পর ১০ বার এই তসবি পড়া।

 ৩. রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ পড়ার পর এই তসবি ১০ বার।

 ৪. সেজদায় সিজদার তসবি পড়ার পর ১০ বার এই তসবি পড়া।

 ৫. সেজদা থেকে উঠে বসে ১০ বার এই তসবি পড়া।

 ৬. দ্বিতীয় সেজদায় সিজদার তসবি পড়ার পর ১০ বার এই তসবি পড়া।

 এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার এবং ৪ রাকাতে মোট ৩০০ বার সালাতুত তসবি নামাজের নির্ধারিত তসবি পড়া হবে।

 কোথাও তসবি পড়তে ভুলে গেলে বা ভুলক্রমে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে-রোকনে স্মরণ আসুক, তার সংখ্যার সঙ্গে মিলিয়ে ভুলে যাওয়া সংখ্যা আদায় করে নিতে হবে। কোনো কারণে ‘সাহু সেজদা’ ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যবর্তী বৈঠকে তসবি পাঠ করতে হবে না। তসবির সংখ্যা স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না।

আরও পড়ুনতওবা যেভাবে করা যায়১৯ ফেব্রুয়ারি ২০২৫

সালাতুত তসবির ফজিলত

রাসুল (সা.) বলেছেন, এই নামাজে গুনাহ মাফ হয়, এমনকি গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও। (সুনানে আবু দাউদ, হাদিস: ১,২৯৭)।

এই নামাজ যেকোনো সময় পড়া যায়, তবে অন্য নামাজ পড়ার নিষিদ্ধ সময়গুলোতে, অর্থাৎ সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুরের সময়ে পড়া যাবে না। বিশেষত রাতের বেলা বা তাহাজ্জুদ নামাজের সময় পড়া উত্তম।

নিয়ত মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। ‘সালাতুত তাসবিহর ৪ রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করছি’ এটা ভেবে নামাজ শুরু করলেই হবে।

আরও পড়ুননামাজ: দাসের মহিমা০৪ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ন ম জ অবস থ য় ত সব হ আল ল হ ত রপর করব ন একব র পড়ব ন আকব র

এছাড়াও পড়ুন:

পদাবলি

মোহ
চঞ্চল শাহরিয়ার 

যশোরের চটপটে মেয়ে ভুলে গেছে সব। দিনাজপুরের কান্তজী মন্দির, বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের পাশ দিয়ে যাবার সময় হাত ছুঁয়ে বলা সব কথা। বলেছিল, গোপন থাকুক সব। গোপন থাকুক রোকেয়া হলের পেছনে গাছের নিচে বসে চুমু খাওয়ার দিন।
যশোরের চটপটে মেয়ে ভুলে গেছে সব। ভুলে গেছে লালন মেলার সন্ধ্যা, ভুলে গেছে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ীতে বেগুনি রঙের শাড়ি পরে আঁচল মেলে ধরার মুহূর্ত। 
আমি গাধা ভুলিনি কিছুই। সীতাকুণ্ড পাহাড়ের গায়ে লিখে রাখি যশোরের চটপটে মেয়েটির নাম। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আড্ডা দিতে দিতে আচমকা বলে ফেলি যশোরের চটপটে গোলগাল মেয়েটির প্রতিশ্রুতি। 

 

 

ইটের কান্নায়
আশরাফ জুয়েল

ফসিলের নিশ্বাসে ঘুমায় সভ্যতা, 
গূঢ়মাটির স্তবকে–
ঘ্রাণনালিতে জমে আছে নদীভ্রূণে

স্ফটিক,
প্রতিটি ইট যেন স্বর্ণসহিস, স্রোতের বায়নায়
লেখা হৃতকাব্য; যেখানে সময়ের ঘোড়া
ঘুমায় বিবিধ বিশ্রামে।

সিংহাসনের ফরেনসিকে নিমজ্জিত এ 
শহর–
নারীর দুঃখিত চুল চুইয়ে পড়া ক্ষোভ,
তার স্তনমুকুটে জেগে থাকা চন্দ্রের লোম।
ইতিহাসবিধৌত চামড়া–
এখন সমতলের অসুখে ফলছে বিদগ্ধ
পাতানের আলোড়ন, কৃষকের ডায়েরি ভর্তি
আত্মহত্যার লিরিক, পাতায় পাতায় ঝরে
পড়া মৃতশিশিরের গান।

মহাস্থানগড়–
কে কোথায় ভাসছে, ডুবছে কোন স্রোতের
ইশারায়, জানে না পুণ্ড্রের পতিত ঘড়ি,
শুধু ইটের কান্নায় ভেসে যায় অতিথি
সময়।
 

 

ফেরা হলো না 
শারমিন সাথী 

মন আজ বিষণ্নচিতা হয়ে আছে।
দাউদাউ করে জ্বলছে অগ্নি
অগ্নিবাষ্পে নদীর জল শুকিয়ে গেছে।
অথচ, আমার কাব্যে জল ছাড়া একটি শব্দও অবশিষ্ট ছিল না। 
তাকেও তাড়া করেছে 
চারণভূমি, রাস্তাঘাট, ইমারত। 
এমনকি চোখের জলও বিলীন হয়ে খরা নামিয়ে দিয়েছে
চোখের ভেতর। চোখে ঘুম নেই। নির্ঘুম চোখ আর স্বপ্ন দেখে না। 
দেখতে পারে না। ওলানের দুধ শুকিয়ে যাবার মতো স্বপ্নরাও উবে গেছে
অথবা, স্বপ্ন কী তা চোখেরা ভুলে গেছে। 
সব কেবল চলে যাবার জন্য প্রস্তুত
কেউ ফিরে আসে না ... তার ফেরার কথা ছিল
আমার ফেরার কথা ছিল। 

জল শুকিয়ে যাবার ফলে
আমাদের আর ফেরা হলো না। 

সম্পর্কিত নিবন্ধ