ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক, লেখক ও সাংবাদিক অলিভিয়ার টড ১৯২৯ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেন। ফ্রান্সে যুদ্ধকালীন সংবাদ সংগ্রাহক হিসেবে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন। ফরাসি দার্শনিক জ্য পল সার্ত্রের ঘনিষ্ঠজন এবং নোবেলজয়ী আলবার্ট কামুর জীবনীকার হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়া তিনি ষাটের দশকে বিবিসিতে পরিচিত মুখ ছিলেন। ঘটনা বিশ্লেষণ, প্রতিবেদন উপস্থাপন, ভাষাশৈলী এবং সুন্দর চেহারা দিয়ে ব্রিটিশ দর্শকদের মন জয় করেন।
তিনি ছিলেন ফ্রান্সে ইংরেজ প্রবাসী হেলেন টডের অবৈধ পুত্র; যিনি নিজেও ছিলেন ডরোথি টডের অবৈধ কন্যা। ১৯২৬ সালে ডরোথি টড সমকামিতার জন্য ব্রিটিশ ভোগের সম্পাদকের কাজ থেকে অব্যাহতি পান। টডের বাবা জুলিয়াস ওব্লাট একজন অস্ট্রো-হাঙ্গেরিয়ান স্থপতি ছিলেন। অলিভারের জন্মের সময় পর্যন্ত লোকচক্ষুর আড়ালে ছিলেন। তাঁর মা দীর্ঘদিন গৃহশিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করেছেন এবং একসময় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ১৯৪৭ সালে টড সোরবোনে অধ্যয়ন করার পর কেমব্রিজের কর্পাস ক্রিস্টিতে নৈতিক বিজ্ঞান পড়ার জন্য বৃত্তি লাভ করেন। এর পরের বছর ১৯ বছর বয়সে তিনি দার্শনিক পল নিজানের কন্যা অ্যান-মারি নিজানকে বিয়ে করেন। তৎকালীন ডানকার্কে যুদ্ধে নিজান নিহত হন। এরপর জ্য পল সার্ত্র ছিলেন মারির অভিভাবক।
সার্ত্রকে টড বাবা হিসেবে বিবেচনা করতেন। তিনিই তাঁকে তাঁর প্রথম বইয়ের জন্য একজন প্রকাশক খুঁজে পেতে সাহায্য করেছিলেন এবং বইয়ের ভূমিকা লিখেছিলেন। মরক্কোতে থাকাকালীন বিবিসিতে কিছু ভাষ্য প্রদানের সুযোগ পান। পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে বিবিসি রেডিওতে নিয়মিত অবদানকারী ছিলেন। ইউরোপীয় যাবতীয় বিষয়ে তিনি কথা বলতেন। ১৯৬৪ সালে মধ্যপ্রাচ্য, ভিয়েতনাম থেকে রাজনৈতিক সাপ্তাহিক ‘লে নুভেল অবজারভেটর’-এ যোগ দেন। সার্ত্র তাঁকে উত্তর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম ভান ডংয়ের সঙ্গে পরিচয় করান।
এই সময়ের মধ্যে টড ইউরোপা, বিবিসি টু-এর জন্য লন্ডনে যান। ১৯৬৭ সালে তিনি রবার্ট হিউজ এবং লুইস এনকোসির সঙ্গে ‘থ্রি সুইংস অন আ পেন্ডুলাম’ নামে প্রামাণ্যচিত্রে ‘সুইনগিং লন্ডন’-এর বিদেশি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। ফ্রান্সে দ্রুতই তিনি জনপ্রিয় সাক্ষাৎকার গ্রহণকারী হিসেবে পরিচিতি পান। টড ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরোধিতা করেছিলেন। কিন্তু অস্বাভাবিকভাবে একজন ফরাসি বামপন্থি বুদ্ধিজীবী হিসেবে তিনি কমিউনিজমের প্রতি উৎসাহী ছিলেন না। ১৯৭৭ সালে স্যার জেমস গোল্ডস্মিথের ম্যাগাজিন ‘এলএক্সপ্রেস’ ত্যাগ করেন।
এরপর তিনি একজন পূর্ণকালীন লেখক হন। তিনি অ্যালবার্ট কামুর সরকারি জীবনীকার নিযুক্ত হন এবং অনেক পরিশ্রমের পর তাঁর অত্যন্ত প্রশংসিত জীবন, সংগীতশিল্পী জ্যাক ব্রেল এবং ঔপন্যাসিক আন্দ্রে মালরাক্সের জীবনীও লেখেন। v
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিগত বছরে যারা মামলা হামলা করে দল করেছে, তাদেরকে নতুন বিএনপির ভিড়ে যেনো হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।