Samakal:
2025-04-16@04:06:15 GMT

পদাবলি

Published: 13th, March 2025 GMT

পদাবলি

ইউ এইন্ট গুড লুকিং 
শামস আল মমীন 
 
সোজাসাপ্টা বলেই ফেলি, সে একজন সাদা আমেরিকান। আর
বাংলার শ্যামল গড়ন নিয়ে আমারও অহংকার কম নয়।
তার সাথে ক্লাসরুম থেকে কফি হাউস আর বিকেল রোদে ঝিলমিল করা
ঘাসের সবুজে দেখি সূর্যটা হেলে পড়ছে ‘ইয়েলো স্প্রিং’-এ।
এই ছোট্ট গ্রামীণ জনপদ তাকে চেনে।
 
এন্টিওক কলেজ পার হতেই আমাদের গাড়ি থামে। দূর থেকে
ওর বাবা জোর গলায় জানতে চায়, “হে ভেনেসা, হু ইজ দ্যাট গাই”?
“বাংলাদেশ থেকে এসেছে ও বাবা; আমার সাথে পড়ে।”
দীর্ঘদেহী মিস্টার এন্ডারসন হাসতে হাসতে হাত বাড়িয়ে দেয়,
“হ্যালো, ইয়াং ম্যান, ইউ লুকিং গুড বাট ইউ এইন্ট গুড লুকিং”
বুঝে কিংবা না বুঝে আমিও ওদের সাথে হাসি। মুহূর্তে
কফির ঘ্রাণ ছড়িয়ে পড়ে, ঘরের কোনা কাঞ্চিতে … রাত আসি আসি।
বিদ্যুৎ খুঁটির বাল্বগুলো বিশ্বস্ত দাসের মতো আলো দিয়ে যায়।
পথের দু’ধারে বিস্তৃত কর্ন ফিল্ড …আমাদের
গাড়ি চলে উঁচু নিচু আঁকাবাঁকা পথে … আর দোল খেতে খেতে
মাথার ভিতরে ঘুরপাক করে …“ইউ লুকিং গুড বাট ইউ এইন্ট গুড লুকিং।”

*ইয়েলো স্প্রিং ওহিয়োর ডেটন শহর থেকে প্রায় ২০ মাইল দূরের ছোট্ট শহর। ১৯৮২ সালের জুন মাসের এক স্মৃতির স্মরণে লেখা।

 

 

রোজনামচা
ওবায়েদ আকাশ

আমি প্রতিদিন কাঁদি

এ কান্না প্রথাস্নিগ্ধতা
এ কান্না নিগূঢ় কথকতা 
তুমি যে না পাওয়ার– কখনও বলি না তা

পরিত্যক্ত শীতের চাদরে
জমে থাকা উষ্ণতায় তোমার মুখ বিস্ময় ঊষর

ভাঙা হাটের হাহাকার জানে
উৎসবে দেওয়া শাড়িটা এখন বয়সে প্রাচীন

আমি প্রতিদিন হাঁটি বালুকাবেলায়, ঢেউয়ে
আমি প্রতিদিন দেখি 
তোমার পা ভিজিয়ে দিতে সমুদ্র উঠে আসছে নগর ছাপিয়ে

আমাকে বিশ্বাস করো–
আমি এই সামুদ্রিক ঢেউয়ে অকুণ্ঠ বিশ্বাস হারানো প্রেমিক

এদিকে নগর ভিজে যায়
তোমাকে কোথাও দেখি না
 

 

নক্ষত্র ও মানব
রিমেল সরকার

শুকতারা– তোমার পিছু নিতে নিতেই আমি এসেছিলাম
কোনো রাষ্ট্রযন্ত্র ও তন্ত্রের ধার ধারিনি
মানিনি তোমাদের পুষে রাখা যাজকদের বিধান
যে দামামা এতকাল বেজে এসেছে হৃদয়ে, তা কেবল ঈশ্বর হত্যার দায়
তুমি জানতে চাওনি কিছু, বলে দিয়েছিলে আমি অরাজক
একবারও অনুবাদ করতে চাইলে না হৃদয়
স্বাতী– সংবিধান কি ঈশ্বর হত্যার বিচার করতে পারে?
তোমার আইন কি পারে আমায় আরেকবার হেমলক পানে মৃত্যু ঘটাতে?
ঈশ্বর কি আমায় খুন করতে পারবে আরেকবার সেনেকার মতন?
যে খুনের দায় ঈশ্বরের ওপর বর্তায়, সেগুলোর বিচার কি করেছে সংবিধান?
অথচ দেখো, আমি ঈশ্বরের করা খুনের মতন মৃত্যুদণ্ড চাইছি
বিশাখা– স্ট্যালিন কি আজও একইরকম নিষ্ঠুর?
লেনিন কি আজও একইরকম স্থিতধী?

সংবিধান, আমার বিধান করো

নক্ষত্রদের সভায় মানব চিরকাল বক্তা থাকে না 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। বৈঠকে অংশ নিতে আজ বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ