রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে ২৩৫ অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সাত ডাকাত, ১৩ পেশাদার ছিনতাইকারী, তিন চাঁদাবাজ, ১২ চোর, ২৩ মাদককারবারি ও ৩৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, সুইচ গিয়ার চাকু, ৬৫টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
 
গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য বাহিনীগুলোর সমন্বয়ে চলছে চেকপোস্ট ও টহল কার্যক্রম। গত ২৪ ঘণ্টায় ডিএমপির সব থানা এলাকায় ৬৬৭টি টহল দল মাঠে ছিল। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এমপ

এছাড়াও পড়ুন:

সাশ্রয়ী দামে ঈদের পোশাক পাবেন যে মার্কেটে

ছবি: অগ্নিলা আহমেদ

সম্পর্কিত নিবন্ধ