Prothomalo:
2025-04-14@17:02:36 GMT

মার্চে অপার্থিবের অ্যালবাম

Published: 13th, March 2025 GMT

সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব–এর প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। স্পটিফাই, ইউটিউিবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি শোনা যাবে। অ্যালবামে ‘আবছা নীল কণা’সহ মোট সাতটি গান রয়েছে।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

২০০৯ সালে প্রথম মঞ্চে ওঠে অপার্থিব। ব্যান্ডের পাঁচ সদস্য সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি–বোর্ড), সৈয়দ আহসান আলী (বেজ গিটার) বর্তমানে কানাডার অটোয়াতে বসবাস করছেন।

অ্যালবাম প্রকাশের আগে ২৭ ফেব্রুয়ারি অ্যালবামের পঞ্চম গান ‘পথিক’ প্রকাশিত হবে। এতে অতিথি গিটারিস্ট হিসেবে ছিলেন সাজ্জাদুল আরেফিন।

আরও পড়ুনপ্রথমবারের মতো বাংলাদেশে কানাডিয়ান বাংলাদেশি ব্যান্ড ‘অপার্থিব’২৫ জানুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ড্রোন শো’র মাধ্যমে শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ড্রোন শোর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ড্রোন শো প্রদর্শন করা হয়। 

চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যৌথভাবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতা নিয়ে এই ‘ড্রোন শো’ আয়োজন করা হয়।

প্রায় ১৫ মিনিটের এই শোতে সর্বমোট ২৬০০ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয়।

এই ড্রোন প্রদর্শনীর শুরুতেই ছিল খাঁচার ভেতর থেকে উড়াল দেওয়া পাখির প্রদর্শনী। শোষণ-শাসনের খাঁচা ছেড়ে যে পাখি উড়াল দেয়, আসে নতুন বাংলাদেশ-যা ৩৬ জুলাই নামে পরিচিতি পেয়েছে।

এরপরই প্রদর্শনীতে দেখানো হয় অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদকে। দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া সেই দৃশ্য ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পরে প্রদর্শন করা হয় উত্তরায় বিক্ষোভকারীদের তৃষ্ণা মেটাতে পানির কেস হাতে ছোটা ‘পানি লাগবে, পানি’ বলে পানি বিলানো শহীদ মীর মুগ্ধকে। এতে একটি ছবিতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের প্রতি সংহতিও জানানো হয়েছে।

‘ড্রোন শো’ পরিচালনায় ৬জন সদস্যের চীনা বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। ‘ড্রোন শো’ পরিচালনা করেন ১৩ জন চীনা পাইলট বা ড্রোন চালনাকারী বিশেষজ্ঞ।
 

সম্পর্কিত নিবন্ধ