মাগুরার সেই শিশুর স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন, ধর্ষণ ও নির্যাতনে জড়িতদের ফাঁসির দাবি
Published: 13th, March 2025 GMT
মাগুরার সেই শিশুর স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জনসম্মুখে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ‘ধর্ষণ প্রতিরোধী ছাত্রসমাজ, কুমিল্লা’র ব্যানারে আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে মোমবাতি প্রজ্বালন করেন তাঁরা। পরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে কুমিল্লা নগর ও জেলার বিভিন্ন স্কুল–কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশের আগে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন করে শিশুটিকে স্মরণ করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসি দ্রুত নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকেই সবচেয়ে বেশি সোচ্চার ও সচেষ্ট হতে হবে।
আরও পড়ুনমাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না৯ ঘণ্টা আগেধর্ষণবিরোধী ছাত্রসমাজের পক্ষে মাকসুদা সুলতানা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কুমিল্লার পূবালী চত্বরের পূবালী ব্যাংকের সিঁড়িতে দাঁড়িয়ে গভীর শোক ও ন্যায়বিচারের দাবিতে একত্র হয়েছি। মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, তা দেশের প্রতিটি মানুষ জানে। সে আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার প্রতি হওয়া অবিচার আমরা ভুলিনি এবং ভুলব না। শুধু মাগুরার শিশুটি নয়, বিগত সময়ে বাংলাদেশে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে এখন পর্যন্ত কোনো একটি ঘটনার বিচারের দৃষ্টান্তও স্থাপিত হয়নি। আমরা দল-মতনির্বিশেষে সবাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই।’
আরও পড়ুনমাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন১ ঘণ্টা আগেবিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ইম্পা ফারহা বলেন, ‘এই সরকার আমাদের সরকার। আমরা মনে করি, এই সরকার আমাদের কথা শুনবে। আমাদের বার্তা এ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবে। আমরা আশা করি, এই ধর্ষকদের বিচার বাংলার বুকে অবশ্যই হবে। যদি এই সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যর্থ হয়, আমরা তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলব।’
আরও পড়ুনধর্ষকের বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ম মব ত সরক র
এছাড়াও পড়ুন:
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।
বিস্তারিত আসছে....