ছেঁউড়িয়ায় এবার ভিন্ন আবহে লালন শাহকে স্মরণ
Published: 13th, March 2025 GMT
বৃহস্পতিবার বেলা দুইটা। ফকির হৃদয় সাঁই, ফকির রাজ্জাক শাহসহ পাঁচজন ফকির আখড়াবাড়ি ঘুরে ঘুরে দেখছেন। খোঁজখবর নিচ্ছেন আগত ফকির, সাধু, বাউলদের। গোছালো শান্ত পরিবেশে তাঁরা একে একে প্রায় সব আসন ঘুরলেন। হেসে কথা বললেন। একপর্যায়ে গেলেন হান্ডিখানার (রান্নাঘর) দিকে। সেখানে থাকা সাদা কাপড় পরে দাঁড়িয়ে ছিলেন ত্যাগী সাবিনা খাতুন। ফকির রাজ্জাক বললেন, ‘ছেলেপিলেদের দেখি রেখো মা।’
জবাবে হেসে সাবিনা খাতুন বললেন, ‘ছেলেপিলে কাউরে পাচ্ছি না।’ হৃদয় সাঁই বললেন, ‘ক্ষমা অপরাধ, আর আমারে মারিস নে মা।’ সেখানে তিনজনের ভাব বিনিময়ের এই কথোপকথনের রেশ ছড়িয়ে পড়ল সবার মধ্যে। অন্যরকম এক মধুর সম্পর্কের ভাব বিনিময় হলো তাঁদের।
বৃহস্পতিবার বিকেল থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ। এবারের সাধুসঙ্গ একেবারেই ভিন্নভাবে হচ্ছে। নেই কোনো ভিড়, ঠেলাঠেলি। নেই কোনো জটলা। শুধু ফকির, সাধু, বাউলদের পদচারণ ছিল সেখানে। বিকেলে লালন একাডেমির আয়োজনে আলোচনার মধ্য দিয়ে স্মরণোৎসব শুরু হয়েছে। শেষ হবে শুক্রবার বিকেলে।
গান গাইছেন লালনের ভক্ত–অনুসারীরা। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বলল ন
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল
গাজাজুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার প্রায় এক মাস পর ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে হামাস ‘সম্ভবত’ প্রস্তাবে সাড়া দেবে।
যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী মিশরীয় কর্মকর্তারা সপ্তাহান্তে কায়রোতে গ্রুপের প্রতিনিধি দলের কাছে এই প্রস্তাবটি পৌঁছে দেন।
সোমবার রাতে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩১ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ২৫১ জনকে ইসরায়েল থেকে অপহরণ করে। এদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দি। ১৯ জানুয়ারি শুরু হওয়া পূর্ববর্তী যুদ্ধবিরতির ফলে প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তবে দুই মাস পর সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
ঢাকা/শাহেদ