সহজে জাকাতের হিসাব বের করতে সরকারিভাবে নির্মিত একটি অনলাইন ক্যালকুলেটরের কথা অনেকেই জানেন না। যাদের সম্পদের বৈচিত্র্য অনেক, তাদের জন্য খাতা-কলম নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে জাকাতের হিসাব করার কষ্ট করতে হবে না। একটি ফরমে আপনার সম্পদের ধরন ও পরিমাণ লিখুন, স্বয়ংক্রিয়ভাবে আপনার হিসাব প্রস্তুত হয়ে যাবে।

 আপনার সঞ্চিত স্বর্ণ, রুপা, নগদ টাকা ও অন্যান্য সম্পদের পরিমাণ উল্লেখ করে ফরমটি পূরণ করুন। দেনা-পাওনা ও যেসব সম্পদ জাকাতের আওতার বাইরে সেগুলোকে এখানে www.

ezakat.gov.bd/#/zakat-calculation নির্ধারিত ফরমে উল্লেখ করুন। জাকাত ক্যালকুলেটর আপনার মোট সঞ্চিত সম্পদ ও পাওনা টাকা স্বয়ংক্রিয়ভাবে যোগ করে যোগফল থেকে জাকাতের আওতার বাইরের সম্পদ ও দেনা বিয়োগ করে আপনার সঠিক প্রদেয় জাকাতের পরিমাণ হিসাব করে দেবে নির্ভুলভাবে। জাকাতের হিসাব ও ফলাফল পিডিএফ ফাইল ফরম্যাটে ডাউনলোড করুন অথবা প্রিন্ট করে নিন।

আরও পড়ুনজাকাত কীভাবে দেবেন১২ আগস্ট ২০২৩

এক নজরে দেখে নিন, কী কী আছে জাকাত ক্যালকুলেটরে হিসাব করার অপশন।

 ১. নগদ টাকা (৫২.৫ তোলা /৬১৩ গ্রাম রুপা বা সম পরি মান বাজার মূল্য)

 হাতে রক্ষিত নগদ অথবা ব্যাংকে গচ্ছিত অর্থ

 শেয়ারের বর্তমান বাজার মূল্য

 সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড

২. স্বর্ণ /রুপা (৭.৫ তোলা স্বর্ণ / ৮৮ গ্রাম বা ৫২.৫ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)

 স্বর্ণ বা স্বর্ণের অলংকার

 রুপা বা রুপার অলংকার

৩. বাণিজ্যিক সম্পদ (৫২.৫ তোলা/৬১৩ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)

 বাণিজ্যিক পণ্যের বাজার মূল্য

 ব্যবসার উদ্দেশ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ির বাজার মূল্য

৪. উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ বা সেঁচে ১/২০ অংশ)

 বৃষ্টির পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য

 সেচের পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য

 ৫. পশুসম্পদ

 ভেড়া বা ছাগল প্রভৃতি টাকার পরিমাণ

 গরু মহিষ ও অন্যান্য পশু টাকার পরিমাণ

 ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ

 ব্যবসার উদ্দেশ্যে হাঁস মুরগি পালন

উল্লেখ্য ক. ভেড়া বা ছাগল ১ থেকে ৩৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৪০ থেকে ১২০টি পর্যন্ত ১টি ভেড়া/ছাগল, ১২১-২০০টি পর্যন্ত ২টি ভেড়া/ছাগল, ২০১ থেকে ৩০০টি পর্যন্ত ৩টি ভেড়া/ছাগল, এর অতিরিক্ত প্রতি ১০০টির জাকাত ১টি করে ভেড়া/ছাগল।

 খ. গরু, মহিষ ও অন্যান্য গবাদিপশুর ক্ষেত্রে ১ থেকে ২৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৩০ থেকে ৩৯টি পর্যন্ত এক বছর বয়সী ১টি বাছুর, ৬০টি এবং ততোধিক হলে প্রতি ৩০টির জন্য ১ বছর বয়সী এবং প্রতি ৪০টির জন্য ২ বছর বয়সী বাছুর।

 গ. ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন - এর উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, নির্মিত বাড়ি প্রভৃতির বাজার মূল্যের হিসাব হবে যেমন-৫২ তোলা রুপা (৬১৬.৩৬ গ্রাম) এর বাজার মূল্যের ২.৫% অর্থ।

আরও পড়ুনজাকাত কেন গুরুত্বপূর্ণ২০ এপ্রিল ২০২৩

জাকাতের হিসাব মোট সম্পদ(টাকা) জাকাতের পরিমাণ(টাকা)

 নগদ অর্থ (মোট অর্থের শতকরা ২.৫%)            

 স্বর্ণ বা রুপা (মোট অর্থের শতকরা ২.৫%)          

 বাণিজ্যিক সম্পদ (মোট অর্থের শতকরা ২.৫%)      

 উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ অংশ বা সেচে ১/২০ অংশ)           

 পশুসম্পদ 

 সর্বমোট জাকাতের পরিমাণ

আরও পড়ুনযাদের জাকাত দেওয়া যাবে০৭ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উৎপ দ ত ক ষ জ ত র পর ম ণ স বর ণ আপন র

এছাড়াও পড়ুন:

সহজে জাকাতের হিসাব কীভাবে করবেন

সহজে জাকাতের হিসাব বের করতে সরকারিভাবে নির্মিত একটি অনলাইন ক্যালকুলেটরের কথা অনেকেই জানেন না। যাদের সম্পদের বৈচিত্র্য অনেক, তাদের জন্য খাতা-কলম নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে জাকাতের হিসাব করার কষ্ট করতে হবে না। একটি ফরমে আপনার সম্পদের ধরন ও পরিমাণ লিখুন, স্বয়ংক্রিয়ভাবে আপনার হিসাব প্রস্তুত হয়ে যাবে।

 আপনার সঞ্চিত স্বর্ণ, রুপা, নগদ টাকা ও অন্যান্য সম্পদের পরিমাণ উল্লেখ করে ফরমটি পূরণ করুন। দেনা-পাওনা ও যেসব সম্পদ জাকাতের আওতার বাইরে সেগুলোকে এখানে www.ezakat.gov.bd/#/zakat-calculation নির্ধারিত ফরমে উল্লেখ করুন। জাকাত ক্যালকুলেটর আপনার মোট সঞ্চিত সম্পদ ও পাওনা টাকা স্বয়ংক্রিয়ভাবে যোগ করে যোগফল থেকে জাকাতের আওতার বাইরের সম্পদ ও দেনা বিয়োগ করে আপনার সঠিক প্রদেয় জাকাতের পরিমাণ হিসাব করে দেবে নির্ভুলভাবে। জাকাতের হিসাব ও ফলাফল পিডিএফ ফাইল ফরম্যাটে ডাউনলোড করুন অথবা প্রিন্ট করে নিন।

আরও পড়ুনজাকাত কীভাবে দেবেন১২ আগস্ট ২০২৩

এক নজরে দেখে নিন, কী কী আছে জাকাত ক্যালকুলেটরে হিসাব করার অপশন।

 ১. নগদ টাকা (৫২.৫ তোলা /৬১৩ গ্রাম রুপা বা সম পরি মান বাজার মূল্য)

 হাতে রক্ষিত নগদ অথবা ব্যাংকে গচ্ছিত অর্থ

 শেয়ারের বর্তমান বাজার মূল্য

 সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড

২. স্বর্ণ /রুপা (৭.৫ তোলা স্বর্ণ / ৮৮ গ্রাম বা ৫২.৫ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)

 স্বর্ণ বা স্বর্ণের অলংকার

 রুপা বা রুপার অলংকার

৩. বাণিজ্যিক সম্পদ (৫২.৫ তোলা/৬১৩ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)

 বাণিজ্যিক পণ্যের বাজার মূল্য

 ব্যবসার উদ্দেশ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ির বাজার মূল্য

৪. উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ বা সেঁচে ১/২০ অংশ)

 বৃষ্টির পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য

 সেচের পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য

 ৫. পশুসম্পদ

 ভেড়া বা ছাগল প্রভৃতি টাকার পরিমাণ

 গরু মহিষ ও অন্যান্য পশু টাকার পরিমাণ

 ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ

 ব্যবসার উদ্দেশ্যে হাঁস মুরগি পালন

উল্লেখ্য ক. ভেড়া বা ছাগল ১ থেকে ৩৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৪০ থেকে ১২০টি পর্যন্ত ১টি ভেড়া/ছাগল, ১২১-২০০টি পর্যন্ত ২টি ভেড়া/ছাগল, ২০১ থেকে ৩০০টি পর্যন্ত ৩টি ভেড়া/ছাগল, এর অতিরিক্ত প্রতি ১০০টির জাকাত ১টি করে ভেড়া/ছাগল।

 খ. গরু, মহিষ ও অন্যান্য গবাদিপশুর ক্ষেত্রে ১ থেকে ২৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৩০ থেকে ৩৯টি পর্যন্ত এক বছর বয়সী ১টি বাছুর, ৬০টি এবং ততোধিক হলে প্রতি ৩০টির জন্য ১ বছর বয়সী এবং প্রতি ৪০টির জন্য ২ বছর বয়সী বাছুর।

 গ. ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন - এর উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, নির্মিত বাড়ি প্রভৃতির বাজার মূল্যের হিসাব হবে যেমন-৫২ তোলা রুপা (৬১৬.৩৬ গ্রাম) এর বাজার মূল্যের ২.৫% অর্থ।

আরও পড়ুনজাকাত কেন গুরুত্বপূর্ণ২০ এপ্রিল ২০২৩

জাকাতের হিসাব মোট সম্পদ(টাকা) জাকাতের পরিমাণ(টাকা)

 নগদ অর্থ (মোট অর্থের শতকরা ২.৫%)            

 স্বর্ণ বা রুপা (মোট অর্থের শতকরা ২.৫%)          

 বাণিজ্যিক সম্পদ (মোট অর্থের শতকরা ২.৫%)      

 উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ অংশ বা সেচে ১/২০ অংশ)           

 পশুসম্পদ 

 সর্বমোট জাকাতের পরিমাণ

আরও পড়ুনযাদের জাকাত দেওয়া যাবে০৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ