নাঙ্গলকোট ছাত্রফোরামের নতুন কমিটি, সভাপতি মহিবুল্লাহ, সম্পাদক আরাফাত
Published: 13th, March 2025 GMT
কুমিল্লার নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকার (এন.এস.এফ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু শিক্ষার্থী ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও হোসনে ইয়াছিন আরাফাতকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য ছাত্র ফোরামের ৬৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত এই কমিটি ঘোষণা করেন।
সদ্য নির্বাচিত সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা, (কুমিল্লা-১০) নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, যুব নেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন ঙ গলক ট আর ফ ত অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী
স্ত্রীকে মোবাইল ফোনে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খায়রুল বাসার সুজন (৩৫) নামের এক পোশাকশ্রমিক। পরক্ষণে স্ত্রী শুধু চলন্ত ট্রেনের শব্দ শুনতে পান। পরে একাধিকবার কল দিলেও সাড়াশব্দ মেলেনি। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায়।
নিহত সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার চন্নাপাড়া গ্রামের জনৈক সুলতানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তার। দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুরের স্টেশনমাস্টারকে জানানো হয়।
নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বলেন, ‘সকালে একসঙ্গে বাসা থেকে বের হই। পরে আর বাসায় ফেরেনি। বিকেলে কোথায় আছে জানতে ফোন করি। তখন তিনি জানায়, শ্রীপুরে। একটু পর ফোন করে শুধু বলে, বিদায়। তখন আমি শুধু ট্রেনের শব্দ শুনতে পাই। এরপর বারবার ফোন করলে সে ফোন ধরেনি। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই। আমাকে বিদায় বলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে।’
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।