নাঙ্গলকোট ছাত্রফোরামের নতুন কমিটি, সভাপতি মহিবুল্লাহ, সম্পাদক আরাফাত
Published: 13th, March 2025 GMT
কুমিল্লার নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকার (এন.এস.এফ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু শিক্ষার্থী ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও হোসনে ইয়াছিন আরাফাতকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য ছাত্র ফোরামের ৬৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত এই কমিটি ঘোষণা করেন।
সদ্য নির্বাচিত সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা, (কুমিল্লা-১০) নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, যুব নেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন ঙ গলক ট আর ফ ত অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন এবং এস.এম আবু জাফরসহ ব্যাংকের কর্পোরেট ও এডি শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, জোনাল হেডগণ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার কর্পোরেট সুশাসনের উপর জোর দিয়ে শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
শরীয়াহ্ পরিপালনে একাগ্র নিষ্ঠা এবং গ্রাহকসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
ঢাকা/এনএইচ