দুই শর বেশি আসামির জামিন আবেদন, আদেশ রোববার
Published: 13th, March 2025 GMT
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দ্বিতীয় দফায় আরও দুই শতাধিক আসামির জামিন আবেদন করা হয়েছে। আগামী রোববার জামিন আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া।
আজ বৃহস্পতিবার এ মামলায় একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে ১ হাজার ৩৪৪ জন সাক্ষীর মধ্যে ২৮৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরও দুই শতাধিক আসামির জামিন আবেদন করেছে আসামিপক্ষ। আজ জামিন আবেদন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার আদালত আদেশের জন্য দিন ঠিক করেছেন।
বোরহান উদ্দীন আরও বলেন, এ মামলায় গত ১৯ জানুয়ারি ১৭৮ জনের জামিন মঞ্জুর করেন আদালত। তাঁরা হত্যা মামলায় বিচারিক আদালত ও উচ্চ আদালত থেকে খালাস পেয়েছিলেন। আর দ্বিতীয় দফায় যাঁরা জামিনের জন্য আবেদন করেছেন, তাঁদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, ১০ বছরের দণ্ডপ্রাপ্তসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনো সাক্ষ্য গ্রহণ চলছে।
আরও পড়ুনহত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিদের বিস্ফোরক মামলায় জামিন মঞ্জুর১৯ জানুয়ারি ২০২৫.