ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ
Published: 13th, March 2025 GMT
ময়মনসিংহ নগরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের মালগুদাম এলাকা থেকে দলটির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি গাঙ্গিনারপাড় মোড়-নতুনবাজার হয়ে টাউন হলে মালগুদাম এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল নারী ধর্ষণ-নিপীড়ন বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করলে ময়মনসিংহ নগরের নতুনবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক আরিফুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহসভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁই আহত হন।
হামলার প্রতিবাদে আজ বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা লাঠিতে পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে মালগুদামে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা আবদুর রব মোশাররফ প্রমুখ।
সমাবেশে বক্তারা গতকাল হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে ধর্ষণ-নির্যাতনের বিচার ও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম গণত ন ত র ক জ ট
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে সদর উপজেলার বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা এই আন্দোলন শুরু করেন। এ কারণে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে আজ সকাল ৬টায় বাঘের বাজারে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে সড়ক দুর্ঘটনায় ওই কারখানার সুইং অপারেটর জান্নাতুল ফেরদৌস (৩২) নিহত হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে নিহত শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে দিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখেন।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিক জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতির সন্তান অসুস্থ ছিল। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে জান্নাতুল ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেওয়া হয়। আজ সকালে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক অতিক্রম করার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনার প্রতিবাদে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা সকাল ৮টা থেকে মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা।
আরও পড়ুনশ্রমিক মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা১১ মার্চ ২০২৫সরেজমিন দেখা যায়, ক্ষুব্ধ শ্রমিকেরা হত্যার বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন। কারখানার সামনের সড়কে লাঠিসোঁটা নিয়ে শতাধিক শ্রমিক অবস্থান নিয়েছেন। কারখানার নিরাপত্তাকর্মী ছাড়া কর্মকর্তারা সবাই কারখানার ভেতরে অবস্থান করছেন। শিল্প পুলিশ ও থানা-পুলিশের কয়েকজন সদস্য কারখানার ফটকের ভেতরে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
আরও পড়ুনকালিয়াকৈরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ১০ মার্চ ২০২৫বিক্ষুব্ধ শ্রমিকদের একজন মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সকালে কাজে যোগ দিতে এসেছিলেন জান্নাতুল। এ সময় কারখানার সামনে গাড়ি চাপায় তাঁর মৃত্যু হয়েছে। এ হত্যার বিচার দাবিতে তাঁরা সড়কে অবস্থান করছেন। আরেক শ্রমিক মিজানুর রহমান বলেন, এর আগেও এখানে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার জেরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।’