কিডনি সুস্থ রাখতে হলে সবচেয়ে জরুরি হলো সচেতন থাকা। এই রোগের বিশেষ কোনো প্রাথমিক লক্ষণ থাকে না। যখন লক্ষণগুলো প্রকাশ পায় ততক্ষণে কিডনির প্রায় ৬০ থেকে ৮০ ভাগই বিকল হয়ে যায়। এ জন্য কিডনির রোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির প্রদাহ ও স্থূলতা বিষয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত পরীক্ষা করতে হবে। তাহলেই এই রোগটি প্রতিরোধ করা যাবে। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির সভাপতি এ কে আজাদ খান।

আজ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে আজাদ খান এ আহ্বান জানান। দুপুরে মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা.

হারুন অর রশিদ। এর আগে কিডনি দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্তকরণ ও কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন’।

প্রধান অতিথি অধ্যাপক এ কে আজাদ খান সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সহজবোধ্যভাবে কিডনি সুস্থ রাখার বিষয়টি জানাতে হবে। এ জন্য স্কুল পর্যায়ে শিক্ষক, মসজিদের ইমাম, সংস্কৃতিকর্মী এমন বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সহায়তা নেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে তিনি ডায়াবেটিক সমিতির অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ব্যাপক প্রচারের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে মানুষ এখন অনেক সচেতন হয়েছেন। তিনি ধূমপান থেকে বিরত থাকার ওপরে জোর দিয়ে বলেন, ধূমপান কেবল কিডনির রোগের ঝুঁকিই বৃদ্ধি করে না, সব ধরনের অসুখেরও অন্যতম কারণ হিসেবে কাজ করে।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা, ১৩ মার্চ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খোঁজখবর

স্টেপ ফুটওয়্যারের স্টাইলিশ ও আরামদায়ক জুতা 
আসন্ন ঈদ উৎসবকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম শু ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের বিশেষ কালেকশন। জুতার সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান, ট্রেন্ডি ফ্যাশন এবং সাশ্রয়ী দামকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্রেতারা নিজের পছন্দের পণ্যটি কিনতে পারবেন এই কালেকশন থেকে। স্টেপ ফুটওয়্যারের এই কালেকশনে পুরুষের জন্য রয়েছে স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু, পাঞ্জাবির সঙ্গে মানানসই হাফ শু ও স্লাইড এবং নানা ডিজাইনের ক্যাজুয়াল শু। নারীর জন্য রয়েছে মিডহিল, হাইহিল, ড্রেস শু এবং বিভিন্ন ধরনের ক্যাজুয়াল শু। পাশাপাশি, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য রয়েছে অনন্য ডিজাইন ও আকর্ষণীয় রঙের স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল শু। স্টেপ ফুটওয়্যারের জুতাগুলো দেশের সব স্টেপ আউটলেটে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্টেপের অনলাইন স্টোর থেকেও সহজেই জুতা কেনার সুযোগ রয়েছে। v
 

রেনেসন্স হোটেলে রমজানের বিশেষ আয়োজন
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। রমজান উপলক্ষে হোটেলটি সেজেছে মধ্যপ্রাচ্যের সূক্ষ্ম সজ্জায়, যা আপনাকে ঐতিহ্যের অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে। 
হোটেলটি ক্রেতার জন্য এক্সক্লুসিভ রমজান স্পেশাল অফার দিচ্ছে, যেখানে রয়েছে বুফে ইফতার ও ডিনার। এতে খরচ পড়বে ৯ হাজার ৯৯৯ টাকা। বুফে সাহ্‌রি পাবেন ৬ হাজার ১৯৯ টাকায়। এর পাশাপাশি রমজান মাসজুড়ে টেকওয়ে সিলভার ইফতার বক্স মিলবে ৬ হাজার ৫০০ টাকায়, গোল্ড ৭ হাজার ৫০০ এবং প্লাটিনাম ৯ হাজার ৫০০ টাকায়। তাছাড়া হোটেলটিতে রমজান উপলক্ষে অন্যান্য বিশেষ পদও থাকছে। এর মধ্যে রয়েছে– সুগন্ধিত ল্যাম্ব ওউজি, স্বাদে ভরপুর ল্যাম্ব মানডি, ল্যাম্ব ট্যাজিন অলিভ, অ্যাপ্রিকট, নানা রকমের মিষ্টি ইত্যাদি। এতে প্রাইম পার্টনার হিসেবে রয়েছে প্রিমিয়ার ব্যাংক এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার। 

ঈদে সুন্দোরার বিশেষ ক্যাম্পেইন 
ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রিমিয়াম মাল্টি-ক্যাটেগরি রিটেইলার ‘সুন্দোরা’ তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো উৎসবের আনন্দ, উপহার দেওয়া এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। এ আয়োজনে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে। সুন্দোরা বিউটিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রিমিয়াম স্কিনকেয়ার, মেকআপ এবং পারফিউমের বিস্তৃত কালেকশন নিয়ে এসেছে। অন্যদিকে সুন্দোরা টয়েজে সব বয়সী গ্রাহকের জন্য সৃজনশীলতা ও আনন্দ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন খেলনা এবং স্টেশনারি সামগ্রী পাওয়া যাবে। ঈদে সুন্দোরা ‘বিগ ঈদ সেল’-এর আয়োজন করেছে, যেখানে বিউটি প্রডাক্টের ওপর ৬০ শতাংশ এবং খেলনার ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফার রমজান মাসজুড়ে সুন্দোরার অনলাইন প্ল্যাটফর্ম এবং সব স্টোরে পাওয়া যাবে। সুন্দোরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন বলেন, ‘গ্রাহক সন্তুষ্টি, নতুনত্ব এবং গুণগত মান বজায় রাখার মাধ্যমে সুন্দোরা পরিবার ও ব্যক্তিগত ক্রেতাদের জন্য একটি বিশ্বস্ত রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

সাজগোজের ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু
ঈদ উপলক্ষে বিউটি ও লাইফস্টাইল রিটেইলার ‘সাজগোজ’ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলসসহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের মূল আকর্ষণ– সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে ‘সাজগোজ’-এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫ হাজার ও ৩ হাজার টাকা দামের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিগা সেল প্রসঙ্গে সাজগোজের সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটাকে উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই হলো আমাদের লক্ষ্য।’ v

সম্পর্কিত নিবন্ধ

  • গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান, স্বীকার করলেন নিজেই
  • রেশমের কাপড় বুনলেও ঈদে কেনা হয় না নতুন কাপড়
  • আখড়াবাড়িতে সাধুসঙ্গ থাকলেও নেই মেলা, সাংস্কৃতিক আয়োজন
  • ১২০০ টাকায় স্বাস্থ্যপরীক্ষা ইনসাফ বারাকায়
  • ঈদের কেনাকাটায় ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেনে সব অফার দেখে নিন একসঙ্গে
  • নতুন জামায় ছোটদের ঈদ
  • খোঁজখবর
  • ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা
  • সার্ধশত উপলক্ষ্যে মেলবোর্নে দিবারাত্রির টেস্ট