ইউরোপের শ্যাম্পেন-ওয়াইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Published: 13th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বিবেচনা করেছেন তিনি।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরিই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দেশগুলি থেকে আসা সমস্ত ওয়াইন, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।”
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিযোগী এবং অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। বাণিজ্য ও অন্যান্য নীতিগত বিষয়ে দেশগুলোকে চাপ দেওয়ার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি।
বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে, যা এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রায় ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার ট্রাম্প তার পোস্টে মার্কিন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের সবচেয়ে প্রতিকূল এবং অপমানজনক কর ও শুল্ক নির্ধারণকারী কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি বলে অভিহিত করে বলেছেন, এই ব্লক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একমাত্র উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ শ ল ক আর প ইউর প র উপর
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে মা-শিশু সন্তানসহ ৩ হত্যাকান্ডের ঘটনায় মামলা, ৫ দিনের রিমান্ডে স্বামী ইয়াছিন
সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও শিশু সন্তান সহ তিনজনকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে মাটিচাপা দিয়ে গুমের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছন নিহত লামিয়ার বড় বোন মুনমুন আক্তার।
শুক্রবার রাতে এ মামলা রুজু হয়। মামলায় নিহত লামিয়ার স্বামী আটক ইয়াছিনসহ তিনজনকে আসামি করা হয়েছে। অপর দুই আসামি হলেন ইয়াছিনেন বাবা দুলাল মিয়া ও ছোট বোন শিমু।
এদিকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালতে আসামি ইয়াছিনকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ি এলাকার পোশাক শ্রমিক লামিয়া আক্তার, তার চার বছর বয়সের শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার প্রতিবন্ধী বড় বোন স্বপ্না আক্তার।
নিখোঁজের চারদিন পর বাসার পাশে রাস্তা খুঁড়ে মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার হয় তিন জনের খন্ড বিখন্ড লাশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনু আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।