মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বিবেচনা করেছেন তিনি।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরিই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দেশগুলি থেকে আসা সমস্ত ওয়াইন, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।”

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিযোগী এবং অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। বাণিজ্য ও অন্যান্য নীতিগত বিষয়ে দেশগুলোকে চাপ দেওয়ার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে, যা এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রায় ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার ট্রাম্প তার পোস্টে মার্কিন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের সবচেয়ে প্রতিকূল এবং অপমানজনক কর ও শুল্ক নির্ধারণকারী কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি বলে অভিহিত করে বলেছেন, এই ব্লক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একমাত্র উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ শ ল ক আর প ইউর প র উপর

এছাড়াও পড়ুন:

থ্রি ডব্লুস এবং ‘কবিতা’র মতো ফ্র্যাঙ্ক ওরেল

১৮ মাসের মধ্যে জন্ম তিনটি শিশুর। বারবাডোজের এক মাইল এদিক-ওদিকে। কাকতালীয়ভাবে তিনজনেরই পারিবারিক নামের আদ্যক্ষর ‘ডব্লু’। কে জানত, এটিই তিনজনকে এমন এক সূত্রে গেঁথে ফেলবে!

একসূত্রে গেঁথেছে ক্রিকেট। এক দলে তিনজন-চারজন গ্রেট ব্যাটসম্যান তো কতই খেলেছেন। আলাদা করেই বলতে হয়েছে তাঁদের নাম। নামের আদ্যক্ষর এক হওয়ায় তাঁরা তিনজন হয়ে গেলেন অবিচ্ছেদ্য। ফ্রাঙ্ক ওরেল, এভার্টন উইকস ও ক্লাইড ওয়ালকটের আলাদা পরিচয়ও থাকল, কিন্তু ক্রিকেট ইতিহাস এই তিনজনকে চিনল দুটি শব্দেই—থ্রি ডব্লুস।

একসঙ্গে থ্রি ডব্লুস—ফ্র্যাঙ্ক ওরেল, এভার্টন উইকস ও ক্লাইড ওয়ালকট

সম্পর্কিত নিবন্ধ

  • থ্রি ডব্লুস এবং ‘কবিতা’র মতো ফ্র্যাঙ্ক ওরেল
  • মাদারীপুরে তিনজনকে হত্যা প্রধান আসামিসহ দু’জন গ্রেপ্তার
  • কানাডার ইস্পাতের ওপর আরো শুল্ক বৃদ্ধির নির্দেশ ট্রাম্পের
  • ট্রাম্পের নজরে পরা গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন আজ