২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে এ বছরের ৩ মার্চ—এই সময়ের মধ্যে ৪৫টি ওয়ানডে খেলেছে ভারত দল। এর মধ্যে জিতেছে ৩৫টিতেই। হেরেছে ৯টিতে, একটি ম্যাচ হয়েছে টাই। রোহিত শর্মার নেতৃত্বে ভারত দল ওয়ানডেতে কতটা দুর্বার হয়ে উঠেছে, এই পরিসংখ্যানই সেটা বলে দেয়।

এই সময়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত, ঘরের মাঠের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অবশ্য হেরেছেন রোহিত–কোহলিরা। তবে সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ভারতের এমন পারফরম্যান্সের পর কেউ কেউ বলছেন, রোহিতদের দলটি ওয়ানডে ইতিহাসের সেরা। এ বিষয়ে আবার ভিন্নমতও আছে।

যশপ্রীত বুমরা আর মোহাম্মদ শামিকে নিয়ে ভারতের পেস বোলিং আক্রমণ এখন বিশ্বের অন্যতম সেরা। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের সঙ্গে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যোগ হয়ে স্পিন আক্রমণও আগের থেকে শক্তিশালী। আর ব্যাটিং লাইনআপের প্রায় প্রতিটি পজিশনেই আছে একাধিক বিকল্প। সব মিলিয়ে ওয়ানডেতে এই ভারত দলের বেঞ্চের শক্তিও অসাধারণ।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে: ৬টি করে দল পুরুষ ও নারী বিভাগে

২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী উভয় বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেবে ছয়টি করে দল। অলিম্পিকে নতুন যে পাঁচটি খেলার সংযোজন হয়েছে, তার মধ্যে ক্রিকেট অন্যতম। প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে অংশ নেবে। অলিম্পিক কমিটির প্রকাশিত অফিসিয়াল সূচি অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই বরাদ্দ থাকবে ৯০ জন করে খেলোয়াড়ের কোটা। তবে এখনো ঠিক হয়নি কোন নিয়মে দলগুলো অলিম্পিকে জায়গা পাবে কিংবা বাছাই প্রক্রিয়া কেমন হবে।

যেহেতু যুক্তরাষ্ট্র এবারের আয়োজক দেশ, তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে বাকি দলগুলোর জন্য সুযোগ কমে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা খেলবে সেটিও এখনো স্পষ্ট নয়। কারণ, অলিম্পিকে ক্যারিবীয় দ্বীপগুলো আলাদা আলাদা দেশ হিসেবে অংশ নেয়। যেমনটা তারা কমনওয়েলথ গেমসেও করে। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিল বার্বাডোস। তারা ছিল তখনকার আঞ্চলিক টুর্নামেন্ট ‘টোয়েন্টি-টোয়েন্টি ব্লেজ’-এর চ্যাম্পিয়ন।

ক্রিকেটের অলিম্পিকে ফেরা হলো বহু বছর পর। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট ছিল। এরপর দীর্ঘদিন বাদে ২০২৩ সালের অক্টোবর মাসে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করা হয়।

আরো পড়ুন:

টানা চার জয়ে শীর্ষে গুজরাট

অফফর্মে থাকা ম্যাক্সওয়েল এবার শাস্তির মুখে

আগেই জানা গিয়েছিল, ‘এলএ অলিম্পিকে’ দলগত খেলাগুলোতে ছয়টি করে দল খেলবে — পুরুষ ও নারী উভয় বিভাগেই। এবার সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের প্রস্তাবে বলেছিল, নির্ধারিত একটি সময় পর্যন্ত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল বাছাই করা যেতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই তা চূড়ান্ত হবে।

যুক্তরাষ্ট্রের মতো দল, যারা এখনো আইসিসির পূর্ণ সদস্য নয়, তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের অক্টোবরে আইওসি’র ক্রীড়া পরিচালক কিট ম্যাককনেল বলেছিলেন, ‘‘সাধারণত আয়োজক দেশগুলো দলগত খেলায় একটি দল দেয়। এরপর বাকি দলগুলো নির্ধারিত হয় বিশ্ব শক্তি ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বিবেচনায়। কোটা অনুযায়ী এ ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • হঠাৎ বাড়ছে হাইডেলবার্গ সিমেন্টে শেয়ারদর, চার দিনে বাড়ল ৬৩ টাকা
  • সুগন্ধি চাল রপ্তানির অনুমতি পেল ১৩৩ প্রতিষ্ঠান
  • এসএসসি পরীক্ষা দিচ্ছেন ‘হাত-পা ছাড়া জন্ম নেওয়া’ অদম্য লিতুন
  • ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত: অধ্যাপক মোর্শেদ
  • ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে: ৬টি করে দল পুরুষ ও নারী বিভাগে