চট্টগ্রামে মৃত কর্মচারীর পেনশনের অর্থ আত্মসাৎ
Published: 13th, March 2025 GMT
চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মৃত কর্মচারী মোজাফফর আহমেদের পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।
আজ বৃহস্পতিবার দুদকের একটি টিম বিদ্যুৎ অফিসে অভিযান চালায়। নথিপত্র পর্যালোচনা করে মৃত র্কমচারীর পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাতের প্রাথমিক সত্যতা পান। মোজাফফর চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা।
অভিযান চালানো দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বলেন, মৃত মোজাফফর বিদ্যুৎ বিভাগে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার তিন সন্তানের মধ্যে সবার ছোট নাবাক ইমাম উদ্দিনের নামে একটি জাল পাওয়ার অব অ্যর্টর্নি তৈরি করে পেনশনের ১৫ লাখ টাকা আত্মসাৎ করার সত্যতা পেয়েছি।
দুদক চট্টগ্রাম-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, দুদকের এনর্ফোসমন্টে অভিযান পরিচালনা করে মৃত কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন সংক্রান্ত জালিয়াতি করে নমিনি কর্তৃক এক অপ্রাপ্তবয়স্ক পুত্রকে টাকা উত্তোলনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগ সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়েছে। অভিযান টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র প নশন র
এছাড়াও পড়ুন:
আকাশে শোভা পাবে রক্তিম চাঁদ: কখন, কীভাবে দেখা যাবে
রাতের আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য। আজ বৃহস্পতিবার ১৩ ও আগামীকাল শুক্রবার ১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এ সময় গাঢ় তাম্রবর্ণ ধারণ করবে চাঁদ। একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’ বা ‘রক্তিম চাঁদ’। তবে পৃথিবীর সব স্থান নয়, এবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে শুধু পশ্চিম গোলার্ধ থেকে।
চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কী, আসন্ন গ্রহণের সময় কেন চাঁদ রক্তবর্ণ ধারণ করবে, কারা কারা চাঁদের এই রূপ দেখতে পাবেন, আর এ ঘটনা কতটা বিরল।
পূর্ণ চন্দ্রগ্রহণ কী
পৃথিবী যখন চাঁদ ও সূর্যের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছানোর আগে পৃথিবীর ওপর বাধা পায় এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের পৃষ্ঠের ওপর, এ সময় চন্দ্রগ্রহণ হয়। এই চন্দ্রগ্রহণের প্রধানত তিনটি ধরন রয়েছে। সেগুলো হলো—
পূর্ণ চন্দ্রগ্রহণ: এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার আড়ালে চলে যায়। এ সময় চাঁদ লালচে রং ধারণ করে।
আংশিক চন্দ্রগ্রহণ: চাঁদের একটি অংশের ওপর যখন পৃথিবীর ছায়া পড়ে, তখন আংশিক চন্দ্রগ্রহণ হয়। চাঁদের পৃষ্ঠের ওপর পৃথিবীর ছায়া ধীরে ধীরে বাড়তে থাকে এবং পরে তা কমে যায়। তবে পুরো চাঁদ পৃথিবীর ছায়ার আড়ালে চলে যায় না।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ: এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ সরাসরি পৃথিবীর মূল ছায়ার ভেতরে থাকে না। বরং ছায়ার বাইরের অংশ বা উপচ্ছায়ার ভেতর দিয়ে যায়। এর ফলে চাঁদ স্বাভাবিকের চেয়ে কম উজ্জ্বল দেখায়।
চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায়। এর মধ্যে পূর্ণগ্রহণের সময় দেখা যাচ্ছে রক্তিম চাঁদ