আগামী ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে ব‌লে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তি‌নি এ কথা জানান।

তি‌নি বলেন, “আছিয়া আজ দুপুর ১টার দিকে সিএমএইচে মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আমরা সবাই শোকার্ত, এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে।”

আরো পড়ুন:

আছিয়ার জানাজায় মামুনুল-হাসনাত-সারজিস

হেলিকপ্টারে আছিয়ার লাশ মাগুরায়, শোকাহত মানুষের ঢল

“ইতিম‌ধ্যে ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, আশা করি আগামী ৫ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশা করছি আগামী ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে।”

আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলায় অব্যাহত শুনানির মাধ্যমে (বিচার শুরু হওয়ার) ৭/৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে।”

“আমরা যদি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচার করা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন। কারণ এখানে পারিপার্শ্বিক এত স্বাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে- ফলে আমরা আশা করছি খুব দ্রুত সময়ে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে”,  যোগ ক‌রেন তি‌নি।

উপ‌দেষ্টা ব‌লেন, “এ ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য আমরা বরদাস্ত করব না।”

তি‌নি বলেন, “আমরা আজই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আছিয়ার মরদেহ দাফনের জন্য মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে। আছিয়ার মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন।”

ভুল-ত্রুটি থাকলে সুনির্দিষ্টভাবে বলার আহ্বান জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, “অবশ্যই আমরা সেই ভুলত্রুটির রেসপন্স করব। জবাবদিহি নিশ্চিত করবো। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, আমাদের এই বিষয়ে এখন কোনো ভুল নেই। চেষ্টা করবো ভবিষ্যতেও কোনো ভুল হলে সেটি সংশোধন করার জন্য।”

বন্ধ হ‌চ্ছে পর্নোগ্রাফির ওয়েবসাইট
শুক্রবার থে‌কে পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ ক‌রে দেওয়া হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আইন উপ‌দেষ্টা আসিফ নজরুল। তি‌নি ব‌লেন, “৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিল। সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে।”

পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক থাকায় এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট আম দ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চায় এবি পার্টি

এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চান। আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির গণ–ইফতার কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিদারুল আলম। পহেলা রমজান থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ–ইফতারের আয়োজন করছে দলটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদের কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না। মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে।’

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস আহমেদ, ক্যাপ্টেন (অব.) বিল্লাল আহমেদ, মেজর (অব.) আনিসুর রহমান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ