টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করে দারুণ ফর্মে ফিরেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। তার সঙ্গে ওপেনার সাদিকুর রহমানের দাপুটে ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে দলটি।
মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জোবায়ের হোসেন (৫৯ বলে)। অনিক সরকার করেন ৫০ বলে ২৯ রান। গাজী গ্রুপের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।
১৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল খেলেন ঝোড়ো ইনিংস, ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫২ রান করে আউট হন দশম ওভারে। অপর ওপেনার সাদিকুর রহমানও ছিলেন দুর্দান্ত, ৩০ বলে করেন ৫০ রান।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর জয় নিশ্চিত করেন সালমান হোসেন (২৬ বলে ২৩*) ও শামসুর রহমান (২৪ বলে ৩৩*)। ১৭.
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, বুধবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
ইএমএসসি প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছিল।
ভৌগলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।