সিদ্ধিরগঞ্জে মজিবুর-ইয়াসিনের নেতৃত্বে বহু মানুষকে হত্যা করা হয়েছে : সজল
Published: 13th, March 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, সিদ্ধিগঞ্জের ২নং ওয়ার্ড ভূগোলিক কারনে একটি মূল্যবান ওয়ার্ড।
আগামীদিনের নেতৃত্ব তারাই পাবেন যারা ত্যাগী, আমাদের সাথে বিগত দিনে রাজপথে ছিলেন। আমরা কিন্তু আমাদের রাজপথের কর্মীগুলো চিনি।
কারণ আমরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে এখানে এসেছি। আমরা বিগত সাড়ে ১৫টি বছর এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইসংগ্রাম করেছি। দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্ব ছিলাম এখন যুবদলের নেতৃত্ব দিচ্ছি।
যেহেতু আমরা দীর্ঘদিন নেতৃত্বে দিয়ে এসেছি আমরা কিন্তু আমাদের কর্মীদেরকে চিনি। কারা রাজপথের কর্মী কারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে। সুতরাং একটি কথা স্পষ্টভাবে বলতে চাই রাজপথে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের ছাড়া কাউকে নেতৃত্ব দেওয়া হবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ২নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল তিনটায় সানারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ফাইভ ওয়ে রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, সিদ্দিকগঞ্জের এই ২নং ওয়ার্ড কিন্তু ফ্যাসিবাদীদের একটি পূর্বতস্থল ছিল। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর ও সেক্রেটারি ইয়াসিন যারা ছিল তারা এক নং ও দুই নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কোনদিন কাজ করে নাই।
তাদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বহু মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বিচার কিন্তু সিদ্ধিরগঞ্জের মাটিতে হবে।
তিনি আরও বলেন, যুবদলের নিয়ম নীতি ও আদর্শ মেনে আপনারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ টি বছর কিন্তু সুদূর প্রবাস থেকেও আমাদেরকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য দীর্ঘদিন কিন্তু তিনি এ দলের জন্য কঠোর পরিশ্রম করেছে। তিনি হলেন আমাদের নেতৃত্ব দানকারী নেতা। উনার নেতৃত্বে কিন্তু আমরা বিগত সাড়ে ১৫ টি বছরই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।
তিনি সব সময় আমাদের দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশকে একটি অন্যান্য মাদ্রাসের রাষ্ট্র গঠন করার জন্য তিনি কিন্তু ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছেন। আগামী দিনে কিন্তু আমাদেরকে এই ৩১ জবা বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
আর তারেক রহমানের ৩১দফা সম্পর্কে জনগণকে অতিবাহিত করতে হবে। আর আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী যে যেই ধানের শীষে নির্বাচন করবে তার জন্য কাজ করতে হবে।
সুতরাং এখন থেকেই যুবদলের নেতাকর্মীদেরকে দায়িত্বশীল নিয়ে সংগঠনের জন্য কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ স দ ধ রগঞ জ য বদল র ন র য বদল র কর ম দ র র রহম ন ল ইসল ম র কর ম র জন য আম দ র ত কর ম র জপথ সদস য
এছাড়াও পড়ুন:
পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেকে দু্যতি ছড়ালেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। টানা বোলিং স্পেলে ১০টি ডট বল খেলান বাংলাদেশের লেগ স্পিনার। অভিষেকে উজ্জ্বল পারফরম্যান্স কেড়ে নিয়েছেন সবার নজর। জিতেছে তার দল লাহোরও।
রাওয়ালপিণ্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে লাহোর ২১৯ রান করে। জবাব দিতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা। ৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাহোর।
দেশের বাইরে এর আগে বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টোয়েন্টি এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে খেলার সুযোগ মেলেনি তার। এবার পিএসএলে তাকে পুরো আসর খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
লেগ স্পিনার লাহোরের হয়ে কতটা গুরুত্বপূর্ণ তা প্রথম ম্যাচে বুঝিয়ে দিয়েছেন। রিশাদ যখন বোলিংয়ে আসেন তখন পরিস্থিতি অনুকূলে ছিল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে ৫৪ রান তুলতে ৪ উইকেট হারায় কোয়েটা।
সপ্তম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। হজম করেননি কোনো বাউন্ডারি। দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজমের সঙ্গে উইকেটেরও স্বাদ পান। তার চতুর্থ বলে ছক্কা ওড়ান রাইলি রুশো। পরের বল একটু দ্রুতগতিতে সিমের ওপর দিয়েছিলেন রিশাদ। তাতে উইকেট হারান রুশো। বিপজ্জনক এই ব্যাটসম্যানকে ফিরিয়ে রিশাদ দলের জয়ের পথ মসৃণ করেন।
২২ বছর বয়সী বোলার তৃতীয় ওভারে দেন ৯ রান। চতুর্থ ওভারে পান জোড়া সাফল্য। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করান। তাতে ৩১ রানে রিশাদের প্রাপ্তি ৩ উইকেট। এর আগে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১ বল খেলার সুযোগ পান। ১ রানে অপরাজিত থাকেন তিনি।
লাহোরের এই ম্যাচের জয়ের নায়ক ফখর জামান। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে স্যাম বিলিংস ১৯ বলে ৫০ করেন ৪টি করে চার ও ছক্কায়। আগামী মঙ্গলবার করাচির মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোর।
ঢাকা/ইয়াসিন