ক্রাচে ভর করে রাজস্থানের অনুশীলনে দ্রাবিড়
Published: 13th, March 2025 GMT
বাঁ পায়ের চোট নিয়েও রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। স্থানীয় ক্রিকেট লিগে খেলার সময় পায়ে চোট পান তিনি। বুধবার তার প্লাস্টার বাঁধা পায়ের ছবি সামনে আসার পরদিনই তাকে দেখা গেল রাজস্থানের ট্রেনিং ক্যাম্পে। ক্রাচে ভর করে অনুশীলন দেখতে ও ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা গেছে 'দ্য ওয়াল' খ্যাত এই কিংবদন্তিকে।
রাজস্থানের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গলফ কার্টে করে মাঠে আসেন দ্রাবিড়। বাঁ পায়ে তখনও প্লাস্টার, তবু দায়িত্বের খাতিরে মাঠে উপস্থিত তিনি। ক্রাচ নিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটি চেয়ারে বসেন। সেখান থেকেই ব্যাটিং টিপস দেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালকে। মনোযোগ দিয়ে শোনেন মাহিশ থিকশানার কথাও। পুরো অনুশীলন জুড়ে ছিল তার স্বাভাবিক হাসিমুখ।
দ্রাবিড়ের আগমনে অনুপ্রাণিত রাজস্থানের ক্রিকেটাররাও। কোচের দায়বদ্ধতা দেখে মুগ্ধ যশস্বী-পরাগরা। বসেই টেকনিক বোঝান, কথা বলেন ব্যাটারদের সঙ্গে। শেষে আবার গলফ কার্টে করেই মাঠ ছাড়েন তিনি।
????➡️???? pic.
এর আগে রাজস্থান রয়্যালস এক পোস্টে জানিয়েছিল, রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট খেলতে গিয়ে চোট পান। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন। বুধবার জয়পুরে দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তিনি।
চোট পাওয়ার কিছুদিন আগেই কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৃতীয় ডিভিশন লিগে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন দ্রাবিড়। সেই ম্যাচে তার ১৬ বছরের ছেলে অন্বয় ছিলেন সতীর্থ। সেদিন ৮ বলে ১০ রান করেছিলেন ভারতের সাবেক এই কোচ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অর্থের অপচয় করে তিস্তায় আর অকার্যকর প্রকল্প নয়
তিস্তা নিয়ে মহাপরিকল্পনাসহ যে পরিকল্পনা করা হোক না কেন, নদীর স্বাস্থ্য রক্ষাসহ প্রাণ-প্রকৃতি ও নদীপারের মানুষের স্বার্থের কথা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। অর্থের অপচয় করে তিস্তায় আর কোনো অকার্যকর প্রকল্প আমরা দেখতে চাই না।
রংপুরে আয়োজিত তিস্তা কনভেনশনে এসব কথা বলেছেন বক্তারা। সম্প্রতি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রংপুর ও রাজশাহী বিভাগ এ কনভেনশনের আয়োজন করে। বক্তারা পানিচুক্তি ছাড়া কোনো প্রকল্প কার্যকরের সম্ভাবনা একেবারেই ক্ষীণ মন্তব্য করে বলেন, ঋণ নিয়ে শুধু প্রকল্প বাস্তবায়ন করলে হবে না, সেই ঋণ পরিশোধের বিষয়টিও ভাবতে হবে।
রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত কনভেনশনে প্রধান আলোচক ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান। আলোচক ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম পল্টু ও নদী বিশেষজ্ঞ শেখ রোকন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নদী হিসেবে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে তিস্তাসহ ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে ভারত ৪৯টিতে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশের প্রাপ্যতা ও নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক রেখে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনা ছাড়া উজানের দেশ একতরফা পানি প্রত্যাহার করতে পারে না। আন্তর্জাতিক ফোরামে অভিযোগ তুলে তিস্তা সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রংপুর জেলা বাসদের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কনভেনশনে তিস্তা ইস্যু নিয়ে আরও বক্তব্য দেন ভাষাসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন রংপুর জেলা নির্বাহী মুনির চৌধুরী, ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংবাদিক স্বপন চৌধুরী প্রমুখ।