প্রথম আলো:

স্মার্ট এসির ব্যবহার দৈনন্দিন জীবনকে কীভাবে সহজ করে?

শাব্বির হোসেন: এটি আসলে নানাভাবে হয়। যেমন আমাদের বেকো স্মার্ট এসিগুলো হোমউইজ (HomeWhiz) অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী যেকোনো জায়গা থেকে এসি চালু বা বন্ধ করতে পারেন, তাপমাত্রা নির্ধারণ করতে পারেন এবং অন্যান্য সেটিংস কাস্টমাইজ করতে পারেন। ফলে, ঘরে প্রবেশের আগেই এসি চালিয়ে রাখা যায়, যা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করে। আমি মনে করি, এসিতে থাকা এ ধরনের সুবিধা জীবনকে সহজতর করে।

প্রথম আলো:

ভবিষ্যতে স্মার্ট এসিতে নতুন কী ধরনের চমকপ্রদ ফিচার বা প্রযুক্তি সংযোজন হতে পারে বলে আপনি মনে করেন?

শাব্বির হোসেন: ভবিষ্যতে এআই-বেজড টেম্পারেচার কন্ট্রোল, ভয়েস রিকগনিশন আপগ্রেড এবং সোলার পাওয়ার ইন্টিগ্রেশন আসতে পারে। বর্তমানে আমরাও গবেষণা করছি এমন প্রযুক্তির ওপর, যেখানে এসি ঘরের সদস্যদের উপস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যক্তিগত শীতলীকরণ অভিজ্ঞতা প্রদান করবে।

প্রথম আলো:

প্রথপ্রথম আলো ডটকম আয়োজিত এসি মেলায় আপনারা অংশ নিয়েছেন। পাঠক এবং আপনাদের গ্রাহকদের উদ্দেশে কী বলার আছে?

শাব্বির হোসেন: অনলাইন এসি মেলায় আমাদের অংশগ্রহণ অত্যন্ত আনন্দের। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে পাঠক ও গ্রাহকেরা আমাদের বেকো স্মার্ট এসির উদ্ভাবনী ফিচারগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন এবং সিঙ্গার বাংলাদেশের আকর্ষণীয় অফারগুলো সম্পর্কে জানতে পারবেন।

প্রথম আলো:

আপনাকে ধন্যবাদ।

শাব্বির হোসেন: আপনাকেও ধন্যবাদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম র ট এস প রথম আল

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত রুহুল আমিন মাদারীপুরের পূর্ব থানা এলাকার চান মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাঁধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ