বন্দরে তারাবীহ নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ফারহান হোসেন আবির(১৫) নামের এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা।

বুধবার রাতে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত শিক্ষার্থীর দাদা মোঃ সফিউদ্দিন আহম্মদ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় এ মামলা করেন।

মোঃ সফিউদ্দিন আহম্মদ জানান, বুধবার রাতে নাতি ফারহান হোসেন আবির তারাবীহ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল।

পথে পূর্ব শত্রুতার জের ধরে বন্দরে ফরাজিকান্দা এলাকার মাহবুব(১৮), সৌরভ(১৯) হোসেন(২০) সাগর(১৯) সাকিব (১৮) ও আবিরসহ(২০) কিশোর গ্যাং সদস্যরা লোহার রড , লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আবিরের ওপর হামলা চালঅয়। এ সময় তারা আবিরকে পিটিয়ে ও  কুপিয়ে জখম করে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’

আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ