বন্দরে পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। কারখানার ম্যানেজার মোঃ আক্কাস হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বন্দর থানায় এ  মামলা দায়ের  করেন।  

মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করা হয়। গত বুধবার (১২ মার্চ) রাতে বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকার ফাহাদ ট্রেড লাইন্স নামে ওই পোশাক তৈরির কারখানায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।

মামলার বাদি আক্কাস হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত পিছনের পকেট গেইট দিয়ে কৌশলে কারখানায় প্রবেশ করে।

এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে  সিসিটিভি ক্যামেরার মনিটর ও যন্ত্রাংশ খুলে নিজেদের কব্জায় নিয়ে নেয়। এক পর্যায়ে তাদেরকে (নিরাপত্তা রক্ষীদ্বয়)  বেঁধে রেখে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লাখ ২০ হাজার  টাকা , ৩টি কম্পিউটার , ৬টি মোবাইল ফোন , একটি জেনারেটর ও ৪ লাখ টাকা দামের একটি গরু লুট করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম  জানান,  ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড ক ত র ঘটন

এছাড়াও পড়ুন:

দেশে সিগারেট কারখানা করবে সিঙ্গাপুর ও ভারতের কোম্পানি

দেশে একটি সিগারেট উৎপাদন কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর ও ভারতের মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী এ কারখানা গড়ে তুলবে।

এ কারখানা স্থাপনে অ্যালাইড টোব্যাকো কোম্পানি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশের প্রায় ১১২ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। কারখানাটিতে কর্মসংস্থান হবে ১২৭ জন বাংলাদেশি নাগরিকের। এ কোম্পানি বছরে ৯০০ কোটি স্টিক সিগারেট উৎপাদন করবে।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড। বেপজার রাজধানীর গ্রিন রোডের কার্যালয়ে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন ও অ্যালাইড টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টে ইয়ং শেং এডউইন চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. তাজিম-উর-রহমান, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ