ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। ফুটবলের প্রতি দায়বদ্ধতা থেকে সিবিএফের নেতৃত্বে আসার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। মূলত আঞ্চলিক ফেডারেশনগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে রোনাল্ডো জানান, ‘‘আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম, তবে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় আছেন, তাদের বেশিরভাগই মনে করেন ব্রাজিলের ফুটবল এখন ভালো হাতেই রয়েছে।’’

দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিক এবং আগে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানায়ও ছিলেন। দেশীয় ফুটবলে স্বচ্ছতা ও উন্নতির জন্য কাজ করতে চাইলেও নির্বাচনী কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত ডিসেম্বরে, তিনি সিবিএফের নির্বাচন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে চিঠি দিয়ে স্বচ্ছতা এবং ফিফা ও কনমেবলের সরাসরি তত্ত্বাবধানের দাবি জানান।

আরো পড়ুন:

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার

আমাজনের এক শহরে বিশাল সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি

সিবিএফ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের অন্তত চারটি আঞ্চলিক ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হয়। এই নির্বাচন পরিচালিত হয় ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে, যেখানে ২৭টি প্রাদেশিক ফেডারেশন এবং দুটি স্তরের (সিরি ‘এ’ ও সিরি ‘বি’) ক্লাব প্রতিনিধিরা ভোট দেন।

বর্তমান সভাপতি এডনাল্দো রদ্রিগেজ পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং রোনাল্ডো সরে দাঁড়ানোয় তার বিজয়ের পথ আরও সুগম হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ব এফ ফ টবল

এছাড়াও পড়ুন:

কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ঢাবির ৯ বিভাগ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ এ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কিউএসের প্রতিবেদন অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এ বছর ১০০ ধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিং-এ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে।

আরো পড়ুন:

প্রলয় গ্যাং সদস্যের হাতে নির্যাতিত শিক্ষার্থীই পাল্টা মামলার আসামি

আছিয়ার মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে, ইইই বিভাগ ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এরোনেটিক্যাল বিভাগ ৫০১ থেকে ৫৭৫ এর মধ্যে অবস্থান করছে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে গত বছরের তুলনায় ৫০ ধাপ এগিয়ে বর্তমানে সারাবিশ্বে ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে বিভাগ ২৫১ থেকে ৩০০ এর মধ্যে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিক্স বিভাগ ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে, সমাজবিজ্ঞান বিভাগ ৩০১ থেকে ৩৭৫ এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মেডিসিন বিভাগ ৬৫১ থেকে ৭০০ এর মধ্যে অবস্থান করছে। ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ফিজিক্স অ্যান্ড এস্ট্রোনোমি বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে অবস্থান করছে। আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে অবস্থান করছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ