রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইউরি উশাকভ ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব সম্পর্কে মন্তব্য করেছেন।

উশাকভ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি সাময়িক অবকাশ এবং তাদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ ছাড়া আর কিছুই হবে না।

তিনি বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি মীমাংসা চাইছে যা মস্কোর স্বার্থ এবং উদ্বেগকে বিবেচনায় রাখে।’ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্বাভাবিক মতামত বিনিময় শান্তভাবে’ হচ্ছে বলেও জানান তিনি।

উশাকভ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের কোনো প্রশ্নই আসে না।

যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে কিয়েভ। এরপরই বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় গিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ঢাবির ৯ বিভাগ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ এ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কিউএসের প্রতিবেদন অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এ বছর ১০০ ধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিং-এ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে।

আরো পড়ুন:

প্রলয় গ্যাং সদস্যের হাতে নির্যাতিত শিক্ষার্থীই পাল্টা মামলার আসামি

আছিয়ার মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে, ইইই বিভাগ ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এরোনেটিক্যাল বিভাগ ৫০১ থেকে ৫৭৫ এর মধ্যে অবস্থান করছে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে গত বছরের তুলনায় ৫০ ধাপ এগিয়ে বর্তমানে সারাবিশ্বে ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে বিভাগ ২৫১ থেকে ৩০০ এর মধ্যে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিক্স বিভাগ ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে, সমাজবিজ্ঞান বিভাগ ৩০১ থেকে ৩৭৫ এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মেডিসিন বিভাগ ৬৫১ থেকে ৭০০ এর মধ্যে অবস্থান করছে। ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ফিজিক্স অ্যান্ড এস্ট্রোনোমি বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে অবস্থান করছে। আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে অবস্থান করছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ