আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদের গ্রহ হিসেবে শনি গ্রহ আলোচিত। এবার গ্রহটির চারপাশে থাকা নতুন ১২৮টি চাঁদের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও তাইওয়ানের একদল জ্যোতির্বিজ্ঞানী। এর ফলে শনি গ্রহের মোট চাঁদের সংখ্যা বর্তমানে ২৭৪। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শনি গ্রহের নতুন ১২৮টি চাঁদের স্বীকৃতি দিয়েছে।

নতুন আবিষ্কৃত চাঁদগুলোকে অনিয়মিত চাঁদ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। নতুন খোঁজ পাওয়া চাঁদগুলো আকারে বেশ ছোট। মাত্র কয়েক কিলোমিটার ব্যাসের চাঁদও রয়েছে সেখানে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শনি গ্রহের অন্য চাঁদ বা ধূমকেতুর সংঘর্ষের ফলে সেগুলো ভেঙে নতুন চাঁদ তৈরি হয়েছে। শনির মান্ডিলফারি চাঁদের কাছে থাকা এসব ছোট চাঁদ পর্যবেক্ষণ করে অতীতের বড় কোনো সংঘর্ষের তথ্য জানা যেতে পারে।

আরও পড়ুনঅদৃশ্য হয়ে যাবে শনি গ্রহের বলয়০৪ নভেম্বর ২০২৪

জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাশটন জানিয়েছেন, শনি, ইউরেনাস ও নেপচুনের চারপাশে আর হয়তো নতুন চাঁদের সন্ধান পাওয়া যাবে না। আর তাই নতুন চাঁদগুলো শুধু চাঁদের রাজা হিসেবে শনির অবস্থানকে শক্তিশালী করেছে, তা–ই নয়; বরং অনিয়মিত চাঁদের বিবর্তনের নতুন তথ্য জানার সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের চারপাশে ১২৮টি চাঁদের খোঁজ

আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদের গ্রহ হিসেবে শনি গ্রহ আলোচিত। এবার গ্রহটির চারপাশে থাকা নতুন ১২৮টি চাঁদের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও তাইওয়ানের একদল জ্যোতির্বিজ্ঞানী। এর ফলে শনি গ্রহের মোট চাঁদের সংখ্যা বর্তমানে ২৭৪। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শনি গ্রহের নতুন ১২৮টি চাঁদের স্বীকৃতি দিয়েছে।

নতুন আবিষ্কৃত চাঁদগুলোকে অনিয়মিত চাঁদ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। নতুন খোঁজ পাওয়া চাঁদগুলো আকারে বেশ ছোট। মাত্র কয়েক কিলোমিটার ব্যাসের চাঁদও রয়েছে সেখানে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শনি গ্রহের অন্য চাঁদ বা ধূমকেতুর সংঘর্ষের ফলে সেগুলো ভেঙে নতুন চাঁদ তৈরি হয়েছে। শনির মান্ডিলফারি চাঁদের কাছে থাকা এসব ছোট চাঁদ পর্যবেক্ষণ করে অতীতের বড় কোনো সংঘর্ষের তথ্য জানা যেতে পারে।

আরও পড়ুনঅদৃশ্য হয়ে যাবে শনি গ্রহের বলয়০৪ নভেম্বর ২০২৪

জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাশটন জানিয়েছেন, শনি, ইউরেনাস ও নেপচুনের চারপাশে আর হয়তো নতুন চাঁদের সন্ধান পাওয়া যাবে না। আর তাই নতুন চাঁদগুলো শুধু চাঁদের রাজা হিসেবে শনির অবস্থানকে শক্তিশালী করেছে, তা–ই নয়; বরং অনিয়মিত চাঁদের বিবর্তনের নতুন তথ্য জানার সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ