আড়াইহাজারে সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন
Published: 13th, March 2025 GMT
আড়াইহাজারে সাংবাদিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর অস্থায়ী কার্যালয় আড়াইহাজার টাইমস নিউজ এন্ড মিডিয়া সেন্টারে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটিতে সভাপতি করা হয় দৈনিক দিনকালের আড়াইহাজার প্রতিনিধি ও মাটির মায়া টেলিভিশনের চেয়ারম্যন মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক হয়েছে ভয়েজ লাইভ ঢাকার আড়াইহাজার প্রতিনিধি খোরসেদ আলম।
এছাড়া দৈনিক নিউ নেশনের আড়াইহাজার প্রতিনিধী মো: ইসমাইল হোসেন ভূঁইয়া কে সিনিয়র সহ সভাপতি,আড়াইহাজার টাইমস.
দৈনিক নব অভিযানের মাধবদী প্রতিনিধি রেজাউল হক কাউসার সহ সভাপতি,মাটির মায়া টিভির প্রতিনিধি আবু নাইম তারেক যুগ্ম সম্পাদক,দৈনিক প্রথম সংবাদের আ: রহমান নাসির সহ সাংগঠনিক সম্পাদক,লিগ্যাল এডভাইজার.কমের এডভোকেট কামরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক টাইমস নিউজের শামীম হাসান কে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক,দৈনিক রূপবানীর আপেল মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,চেনেল আড়াইহাজারের মুবিন ভূইয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক,এনএএন টেলিভিশনের হাবীবুল্লাহ মীর কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,সামাজিক টিভির শাহজাহান স্বপন সমাজ কল্যান সম্পাদক,আমার কন্ঠের সুফিয়া বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা,আড়াইহাজার টাইমস এক সুচক চৌধুরীকে দপ্তর সম্পাদক, নুর আফসার কে কোষাদক্ষ,দৈনিক এশিয়া বানীর আল আমিন, দৈনিক নতুন বাজারের আলী হোসেন ও সোহেল মিয়াকে কার্যকরী সদস্য ঘোষনা করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক র যকর ট ইমস
এছাড়াও পড়ুন:
নয়ামাটির ত্রাস শরীফ গ্রেপ্তার
শাহ নিজাম এবং ফয়জুলের ক্যাডার শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার রাতে ফতুল্লা নয়ামাটি এলাকা থেকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত শরীফের নামে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
সূত্র জানায়, নয়ামাটি এলাকায় শাহ নিজাম এবং ফায়জুলের ক্যাডার হিসেবে পরিচিত শরীফ ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপি বনে যায়। কোকো স্মৃতি সংসদের আহবায়ক পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
ঝুট সেক্টর, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। ফয়জুলের ক্যাডার বাহিনীর সদস্যদের সংগঠিত করে এলাকায় নতুন বাহিনী গরে তোলে।
স্থানীয়রা জানায়, শরীফ-বাদশা, চুন্নু, মিথুন বাহিনী বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে পূর্ব লামাপাড়া, নয়ামাটি এলাকাবাসীকে জিম্মি করে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবসা, ভূমিদস্যুতায় মেতে ছিলেন।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপি বনে যায় এবং পূর্বের ন্যায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। শরীফ গ্রেপ্তার হওয়াতে এলাকায় স্বস্তি নেমে এসেছে।