জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছেছেন।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান আগামীকাল শুক্রবার সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন।
প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তাঁর এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
রিমার্ক হারল্যান স্টোর থেকে পণ্য কিনে স্কুটি জিতলেন খুলনার ক্রেতা
‘হারল্যান ঈদের খুশি নতুন স্কুটিতে হবে বেশি’ শীর্ষক ক্যাম্পেইনে মেগা পুরস্কার হিসেবে স্কুটি জিতেছেন খুলনার উম্মে কুলসুম। খুলনা সদরের হারল্যান স্টোর থেকে মোট এক হাজার পাঁছ টাকা দামের নিওর অ্যাকোয়া স্প্ল্যাশ সানস্ক্রিন এসপিএফ ৫০ ও লিলি বেলি পার্লস হালাল বিউটি সোপ কিনে তিনি এ পুরস্কার জেতেন।
সম্প্রতি খুলনা সদরের হারল্যান স্টোরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে স্কুটির চাবি তুলে দেন রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক অভিনেতা মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ সময় রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়া নিয়ে উম্মে কুলসুম বলেন, ‘স্কুটি জিততে পারা আমার জন্য সত্যি এক দারুণ চমক! হারল্যান স্টোরকে ধন্যবাদ।’
নিওর ও লিলি ব্র্যান্ডের মূল কোম্পানি রিমার্ক-হারল্যানের স্কিনকেয়ার ক্যাটাগরির প্রধান খায়রুল বাশার বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের যে নিওর ও লিলির পণ্য দেশের ভোক্তাদের আস্থা অর্জন করেছে।
হারল্যান স্টোরের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস এ ক্যাম্পেইন নিয়ে বলেন, অথেনটিক ও লাক্সারি কসমেটিকস ভোক্তাদের জন্য সহজলভ্য করতে হারল্যান স্টোর বদ্ধপরিকর।
সারা দেশে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট ও হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট এবং herlan.com– এই ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের মধ্য থেকে এক হাজার টাকার পণ্য কিনে যে কেউই এ ক্যাম্পেইনে অংশ নিতে পারেন।